E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রদর্শিত হল এসআই গগণের নির্মিত ইভটিজার ও নেশা

২০১৯ মার্চ ০৫ ১৫:১৪:২০
প্রদর্শিত হল এসআই গগণের নির্মিত ইভটিজার ও নেশা

মারুফ সরকার : কলকাতা হট্রমেলা চলচ্চিত্র উৎসবে গত ৩ মার্চ প্রদর্শিত হল বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র এস আই গগণের নির্মিত ইভটিজার ও নেশা।

এ ব্যাপারে কথা হয় নির্মাতা এস আই গগণের সাথে তিনি বলেন ,আমার এই দুইটি প্রামাণ্য চলচ্চিত্র সমাজের বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে ইভটিজার যা সমাজে প্রায়ই ঘটছে। স্কুলের মেধাবী ছাত্রী যখন এলাকার প্রভাবশালীদের বখে যাওয়া সন্তানদের দ্বারা ইভটিজিং এর শিকার হয়ে অসহায়/দরিদ্র পরিবারের কাউকে বলতে না পেরে একসময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এভাবেই গল্পটি শেষ হলেও সমাজের এমন অসহায়ত্বের শেষ কোথায় ?

তিনি আরো বলেন, আমার "নেশা" চলচ্চিত্রটির মাধ্যমে পথ শিশুদের অবহেলা আর অপরিপক্কের মধ্যে বেড়ে উঠে কেউ কেউ অন্ধকারাচ্ছন্ন নেশার মধ্যে ডুবছে আবার কেউ একটু আলোর খোঁজে অচেনা পথচারীর কাছে হাত পেতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সর্বোপরি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সমাজ সচেতনার জন্য কাজ করতে পারি।

(এমএস/এসপি/মার্চ ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test