E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যার নৃত্যে নাচে দেশ নাচে বিশ্ব

২০১৯ মার্চ ১৯ ২১:২২:০৮
যার নৃত্যে নাচে দেশ নাচে বিশ্ব

রিয়াজুল ইসলাম রিয়াজ : নাম তৌফিক বাবু। আমাদের দেশের নৃত্য শিল্পের এক অনন্য শিল্পী তিনি। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে নেচে চলেছেন তিনি। কাজ করছেন নাচের বিভিন্ন শৈল্পিক বিষয় নিয়ে।

ক্লাসিক্যাল নৃত্যে দেশ বিদেশে তালিম নিয়ে এই গুণী নৃত্যশিল্পী দেশীয় ফোক নৃত্যে নিজেকে নিয়ে গেছেন এক আলাদা উচ্চতায়! দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের ৫০ টিরও বেশি দেশে তিনি নিয়মিত নৃত্য পরিবেশন ও পরিচালনা করে যাচ্ছেন প্রায় বিংশ শতাব্দীর শুরু থেকেই। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পীর "শৈলী নৃত্য আরাধনা" নামে রয়েছে একটি চৌখোশ নৃত্য দল, যারা দেশ বিদেশে তার সাথে নৃত্য পরিবেশন করে থাকেন।

ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপন চিত্রে তার নৃত্য শৈলী প্রদর্শিত হয়েছে যা দর্শকদের জনপ্রিয়তার শীর্ষে থেকে তাদের মনে আজও দাগ কেটে আছে। যার মধ্যে অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপন "আলো আলো বেশি আলো", "নন্দিনী প্রিন্ট শাড়ী", "কেয়া সুপার লেমন সোপ" ইত্যাদি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। দেশ বিদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম, মঞ্চ প্রোগ্রাম, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাচের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন ও নৃত্য পরিচালনা করেছেন। দেশের খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান "মাত্রা"র নৃত্য পরিচালক হিসেবে কাজও করেছেন দীর্ঘ দিন! এছাড়া ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড -এর বেশ কিছু চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবেও কাজ করতে দেখা গেছে নৃত্যশিল্পী তৌফিক বাবুকে।

চলচিত্র পরিচালক আবু সাঈদ পরিচালিত দর্শক নন্দিত সিনেমা - "নিরন্তর", জনপ্রিয় কথা শিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমা- "চন্দ্রকথা" এবং মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত জনপ্রিয় সিনেমা- "হৃদয় থেকে পাওয়া" ইত্যাদি সিনেমাগুলোর নৃত্য পরিচালক হিসেবে দেশের নৃত্যশিপ্লে নিজের অবস্থান আরো সুদৃঢ় করেছেন তিনি। দেশের বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বাবুকে কখনো নৃত্য পরিবেশন করতে, আবার কখনো কখনো নৃত্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে - প্রবাসী বাঙালি, জাতিসংঘ, বিভিন্ন বহুজাতিক ও আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের আমন্ত্রণে তিনি তার দল নিয়ে প্রায় সারা বছরই নাচের মাধ্যমে নিজের দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন।

আধুনিক নৃত্য বা মডার্ন ড্যান্স নিয়ে তিনি বলেন, "মডার্ন ড্যান্স বলতে কিছু নেই! একজন নৃত্যশিল্পী যদি ক্লাসিক্যাল ড্যান্স ভালোভাবে রপ্ত করতে পারে, তবে সময়ের চাহিয়ায় সে যেকোন নৃত্যকে নিজস্ব ধারা ঠিক রেখে, মোটিভেশন করে উপস্থাপন করতে পারবে! সেটার আপনি যে নামই দেন না কেন? একজন শিল্পীকে কোন শিপ্ল সৃষ্টি করতে চাই ওই শিল্পের সঠিক ও যথাযথ শিক্ষা এবং সাধনা। তাহলেই কেবল আপনি মন থেকে কোন আলাদা শৈল্পিক কৌশল ও ভাবনার সমন্নয় ঘটিয়ে একটা সুন্দর শিল্প পরিবেশন করতে পারবেন। সেটা হোক নৃত্য কিংবা সঙ্গীত।

স্বীকার করছি, আমাদের শিক্ষার দুর্বলতা, অবকাঠামোগত উন্নয়নের সীমাবদ্ধতা রয়েছে, রয়েছে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য থেকে অন্যের প্রতি - বিশেষ করে প্রাশ্চাত্যের সংস্কৃতির প্রতি বেশি ঝোঁক। যা আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেক অন্তরায় হয়ে দাড়িয়েছে। এমন অবস্থা থেকে আমাদের বেড়িয়ে এসে দেশের নিজস্ব সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে, ভালোবাসতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি কে ভালোবাসতে হবে আমাদের দেশকে। "

আমি বিশ্বের অনেক দেশ ঘুরেছি, ঘুরছি। বিশ্বাস করেন, প্রোগ্রাম ব্যবস্থাপনার বাধ্যবাধকতা না থাকলে আমি আমার দেশের নিজস্ব সংস্কৃতি ধারার বেশ কয়েকটি নৃত্য পরিবেশন করে থাকি। যা প্রবাসী বাংলাদেশীদের তো বটেই এমনকি বিদেশিদের কাছেও বেশ উপভোগ্য হয়। যা আমি প্রোগ্রাম চলাকালীন সময়েই দর্শক রিয়েকশন দেখে বুঝতে পারি। পরিবেশনা শেষে সবাই যখন আমাদের নাচের প্রশংসা করে এবং আমরা কোন দেশ থেকে এসেছি জানতে চায়; তখন আমার মন গর্বে ভরে উঠে, আনন্দে অশ্রুসজল হয়ে পড়ে চোখ।"

নাচ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি? উত্তরাধিকার ৭১ নিউজের এমন প্রশ্নে তৌফিক বাবু বলেন, সরকারের সহযোগিতা পেলে একটি বিশ্ব মানের নাচের স্কুল করতে চাই। স্কুল জীবন থেকে নাচের সাথে আছি, নাচের সাথেই থাকতে চাই বাকি জিবন।

(আর/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test