E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের মুক্তি পাচ্ছে সত্যজিতের মহানগর

২০১৪ এপ্রিল ১৬ ১০:৪২:০৮
ফের মুক্তি পাচ্ছে সত্যজিতের মহানগর

বিনোদন ডেস্ক, ঢাকা : ষাটের দশকে সত্যজিৎ রায়ের ছবি মহানগর নাড়িয়ে দিয়েছিল তৎকালীন ভারতীয় সিনেমাকে৷ ১৯৬৪ সালে ১৪তম বার্লিন আন্তর্জাতিক চলচিত্র উৎসবে এই ছবির জন্যেই পুরষ্কার পেয়েছিলেন তিনি কিন্তু আমাদের অনেকরই সে ছবি বড় পর্দায় দেখার সুযোগ হয়নি৷ ডিভিডিতে বা টিভিতেই দেখতে হয়েছে এই ছবি৷

সত্যজিৎ রায়ের ভক্তদের জন্য রয়েছে সুখবর৷ আগামী ১৮ই এপ্রিল ইংরেজি সাবটাইটেলের সঙ্গে ফের মুক্তি পেতে চলেছে মহানগর৷ মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে ও আহমেদাবাদে একটি মাল্টিপ্লেক্স চেইনের বিশেষ উদ্যেগে দেখানো হবে এই ছবি৷ প্রযোজক কমল বনসল এই ছবিকে ডিজিটালি রিস্টোর করে রেখেছিলেন৷ এর আগেও এই মাল্টিপ্লেক্সের উদ্যোগেই বেশ কিছু হিন্দি ক্লাসিক ছবিকে নতুন করে রিলিজ করা হয়েছিল, তাদের মধ্যে জানে ভি দো ইয়ারো (১৯৮৩), সালাম বম্বে (১৯৮৮), চশমে বদ্দুর (১৯৮১) এবং ওম দর ব দর (১৯৮৮) অন্যতম৷

(ওএস/এইচ/এপ্রিল ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test