E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মিমি-নুসরাতকে নিয়ে এত ট্রোলিং কেন?’

২০১৯ মার্চ ২৭ ১৫:৫৮:৩৬
‘মিমি-নুসরাতকে নিয়ে এত ট্রোলিং কেন?’

বিনোদন ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কলকাতার দুই সুপারহিট নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দুজনেই প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নেমেছেন। গত ১২ মার্চ তৃণমূল সভাপতি মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী হিসেবে দুই নায়িকার নাম ঘোষণা করেন। এর মধ্যে মিমিকে যাদবপুরে এবং নুসরাতকে বশিরহাটে প্রার্থী করা হয়েছে।

তবে নাম ঘোষণার পর থেকেই ‍দুই তারকাকে নিয়ে টোলিংয়ে মেতেছে বিরোধী দল। সেসব টোলিংয়ের জবাবও ইতিমধ্যে দিয়ে দিয়েছেন মিমি ও নুসরাত। এবার দুই সহকর্মীর হয়ে কথা বলেছেন হালের অন্যতম সুপারহিট নায়ক যশ দাশগুপ্ত। দুই নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন যশ। মিমির বিপরীতে তিনটি এবং নুসরাতের একটি ছবিতে দেখা গেছে তাকে।

বুধবার ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে দুই সহ-অভিনেত্রীর ভোটে দাঁড়ানো প্রসঙ্গে যশ বলেন, ‘আমাদের সবার জন্যই এটা খুব ভালো খবর। এবার তো মিমিকে বলতে হবে, ‘দিদি একটু দেখবেন’। মিমি-নুসরাত দুজনের সঙ্গেই কাজ করেছি। ওরা ঠিক সময়ে রাজনীতিতে এসেছে। মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে পারবে তারা।’

মিমি ও নুসরাতকে নিয়ে টোলিংয়ের বিষয়ে নায়ক বলেন, ‘আমি বহু মানুষকে বলতে শুনেছি, নতুন প্রজন্ম রাজনীতি নিয়ে সচেতন নয়। তো মিমি ও নুসরাত যখন রাজনীতিতে এলো, তখন ওদের নিয়ে এত ট্রোলিং করা হচ্ছে কেন? এটা খুবই বাজে বিষয়। বরং ওদের এই সিদ্ধান্তকে সবার আরও সম্মান জানানো উচিত।’

সোমবার যশ ও মিমি অভিনীত তৃতীয় ছবি ‘মন জানে না’ মুক্তি পেয়েছে। এখানে যশকে দেখা গেছে একজন ট্যাক্সি চালকের চরিত্রে। এ ছবি সম্পর্কে নায়কের কথা, ‘লম্বা সময় ধরে খেটেছি। দর্শকের কাছে কৃতজ্ঞ, তারা নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মিমির সঙ্গে আগে কাজ করার সুবাদে একটা বন্ডিং তৈরি হয়েছে। আমাদের জুটিকে দর্শক ভালোবেসে গ্রহণ করেছেন।’

(ওএস/অ/মার্চ ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test