E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুলতান সুলেমানের শহরে শাকিব-বুবলী

২০১৯ এপ্রিল ০৯ ১৪:৩৮:৫৮
সুলতান সুলেমানের শহরে শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: তুরস্ক, বিস্ময়কর ও ইতিহাসখ্যাত এক দেশ। সেখানে সাক্ষী হয়ে আছে হাজার হাজার বছরের সোনালী ইতিহাস। তার অন্যতম শহর ইস্তানবুল। অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে এর বিশেষ পরিচিতি রয়েছে। শত রাজকন্যা আর রাজকুমারদের প্রেমের স্পর্শ নিয়ে পৃথিবীর মানুষকে হাতছানি দিয়ে ডাকে ইস্তানবুল।

সেই ইস্তানবুলে এবার রোমান্স জমাবেন ঢাকাই সিনেমার সফল জুটি শাকিব খান ও শবনম বুবলী। তারা ‘পাসওয়ার্ড’ ছবির গানের শুটিংয়ে অংশ নিতে পৃথিবীর অন্যতম জনবহুল শহরটিতে পাড়ি দিচ্ছেন। সেখানে তিনটি গানের দৃশ্যধারণ হবে বলে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মালেক আফসারী।

তিনি বলেন, ‘আগামী ২২ এপ্রিল আমরা পুরো টিম নিয়ে তুরস্কে যাচ্ছি। থাকবেন শাকিব-বুবলীও। সেখানে ৯ থেকে ১০ দিন অবস্থান করবো আমরা। তিনটি গানের দৃশ্যধারণ শেষ করে ইউরোপে পাড়ি জমাবো। সেখানেও বিশাল বাজেটের ছবি ‘পাসওয়ার্ড’র শুটিং হবে।’

শাকিব খান প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’ আসছে রোজা ঈদে মুক্তির লক্ষে নির্মিত হচ্ছে। এ ছবির সহ প্রযোজক মো. ইকবাল।

গত ১ মার্চ থেকে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোতে থাকছেন শাকিব খান, বুবলী, ইমন ও অমিত হাসান।

(ওএস/পিএস/এপ্রিল ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test