E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভালো মানের আর্টিস্ট হতে চান মিথিলা

২০১৯ এপ্রিল ২৩ ১৫:৩৬:৫৯
ভালো মানের আর্টিস্ট হতে চান মিথিলা

মারুফ সরকার : প্রত্যেক মানুষেরই একটা একটা স্বপ্ন থাকে, সে স্বপ্নকে ধরেই প্রত্যেকে নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁঁছনোর চেষ্টা করে। আমারও একটা স্বপ্ন আছে। ছোটবেলায় যখন সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হই, তখন থেকেই এই স্বপ্ন অন্তরে লালন করে আসছি। আর সেটা হলো চলচ্চিত্রের বড় পর্দায় নিজেকে আলোকিত করে তোলা। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সাফল্য আমার আসবেই। কথা গুলো বলেছেন টিভি অভিনেত্রী ও মডেল ইসমিত জেরিন মিথিলা । পাঠকদের উদ্দেশ্যে জন্য তার কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হল- সাক্ষাতকারটি নিয়েছেন মারুফ সরকার ।

আপনার পুরো নাম আর আপনার পড়াশুনা ?

ইসমিত জেরিন মিথিলা: আমার পুরো নাম ইসমিত জেরিন মিথিলা আর আমি পড়াশুনা করি এল.এল.বি অনার্স।

অভিনয় শুরুটা কবে থেকে এবং কিভাবে?

ইসমিত জেরিন মিথিলা: ৩-৪ বছর আগে এক আত্মীয়র সাথে শুটিং দেখতে যাই সেখানে এক পরিচালকের অনুরোধে প্রথম কাজ করা আর এভাবে আমার যাত্রা শুরু।

অভিনয় নিয়ে আপনার চুড়ান্ত ভাবনা কি?

ইসমিত জেরিন মিথিলা : ভালো মানের আর্টিস্ট হতে চাই যাতে করে সবাই এক নামে চেনে ।

প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?

ইসমিত জেরিন মিথিলা: আমার প্রিয় অভিনয় শিল্পী শাবনূর আপু।

জীবনে কোন কষ্ট আছে কি?

ইসমিত জেরিন মিথিলা : আমার জীবনে কষ্ট আর সুখ ২ তাই আছে।

কোন ধরনে অভিনয় করতে বেশি ভালো লাগে?

ইসমিত জেরিন মিথিলা : আমার সবচেয়ে ভালো লাগে রোমান্টিক আর রাগন্বিত চরিত্র করতে।

প্রিয় রং? প্রিয় খাবার কি ?

ইসমিত জেরিন মিথিলা :আমার প্রিয় রং নীল এবং কালো আর প্রিয় খাবার চকলেট আর কাবাব।

কি করতে বেশি ভালো লাগে?

ইসমিত জেরিন মিথিলা : আমার ভালো লাগে গান শুনতে।

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?

ইসমিত জেরিন মিথিলা : অবশ্যই, সবশেষ দর্শকদের উদ্দেশে এটাই বলতে চাই, অনেক কষ্ট করে আমরা কাজ করি যখন কাজ তা ভালো হয় তখন আপনারা অনেক খুশি হন কিন্তু যখন কাজ তা খারাপ হবে তখন ও আপনাদের খুশি থাকতে হবে কারণ খারাপ হলেই পরবর্তীতে আরো ভালো হবে। আর যেহেতু আপনাদের জন্য কষ্ট করে কাজ করি তাই আপনারা সবার কাজ গুলো দেখবেন আর আমাদের ভলোবাসবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আরো বেটার কাজ আমরা দিতে পারি । ধন্যবাদ সবাইকে

(এম/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test