E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অল্প অল্প প্রেমের গল্পে অভিষেক হচ্ছে

২০১৪ জুলাই ২৫ ১৬:৫০:২০
অল্প অল্প প্রেমের গল্পে অভিষেক হচ্ছে

বিনোদন ডেস্ক : নিলয়-শখ জুটির অল্প অল্প প্রেমের গল্প মুক্তি পাবে ২৯ আগস্ট। সানিয়াত হোসেনের প্রথম এ চলচ্চিত্রটি ১০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

এ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও শখ। চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। এই চলচ্চিত্রটির মাধ্যমে শখ-নিলয় জুটির প্রথম বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এটি দুজনেরই দ্বিতীয় চলচ্চিত্র হলেও নতুন প্রজন্মের জুটি হিসেবে এটি তাদের প্রথম।

পরিচালক সানিয়াত হোসেন বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই কাজটা করতে গিয়ে প্রেমটা অনেক বেশি দিয়েছি। বলা যায় নতুন সময়ের প্রেমের গল্প আমার চলচ্চিত্রে বলতে চেয়েছি। প্রেমের গল্পের নতুন দিনের চলচ্চিত্রও বলা যায় এটাকে। আশা করছি চলচ্চিত্রটির গান, দৃশ্যপট, গল্প, পাত্র-পাত্রীদের অভিনয় সব কিছুই ভালো লাগবে দর্শকের। কেউ হতাশ হয়ে বাড়ি ফিরবেন না এইটুকু বলতে পারি।’

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ।

গত ২৫ মে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। প্রযোজনা প্রতিষ্ঠান শুগার প্রডাকশনসের প্রথম চলচ্চিত্র এটি। ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রটি দেশের চলচ্চিত্রের বিকাশে একটি নতুন মাত্রা যোগ করবে, এমনটাই আশা নির্মাতা ও শুগার প্রডাকশনসের। দেশের চলচ্চিত্রের উন্নয়নে নতুনদের নিয়ে কাজ করতে প্রতিষ্ঠানটির এরকম প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বস্তুত পেশাগত মনোভাব নিয়ে এদেশের চলচ্চিত্র শিল্পে নিয়মিত কাজ করে যেতে চায় প্রতিষ্ঠানটি।

(ওএস/এটিআর/জুলাই ২৫, ২০১৪)

অল্প অল্প প্রেমের গল্পে অভিষেক হচ্ছে

২০১৪ জুলাই ২৫ ১৬:১৫:২৩
অল্প অল্প প্রেমের গল্পে অভিষেক হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিলয়-শখ জুটির অল্প অল্প প্রেমের গল্প মুক্তি পাবে ২৯ আগস্ট। সানিয়াত হোসেনের প্রথম এ চলচ্চিত্রটি ১০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

এ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও শখ। চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। এই চলচ্চিত্রটির মাধ্যমে শখ-নিলয় জুটির প্রথম বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এটি দুজনেরই দ্বিতীয় চলচ্চিত্র হলেও নতুন প্রজন্মের জুটি হিসেবে এটি তাদের প্রথম।

পরিচালক সানিয়াত হোসেন বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই কাজটা করতে গিয়ে প্রেমটা অনেক বেশি দিয়েছি। বলা যায় নতুন সময়ের প্রেমের গল্প আমার চলচ্চিত্রে বলতে চেয়েছি। প্রেমের গল্পের নতুন দিনের চলচ্চিত্রও বলা যায় এটাকে। আশা করছি চলচ্চিত্রটির গান, দৃশ্যপট, গল্প, পাত্র-পাত্রীদের অভিনয় সব কিছুই ভালো লাগবে দর্শকের। কেউ হতাশ হয়ে বাড়ি ফিরবেন না এইটুকু বলতে পারি।’

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ।

গত ২৫ মে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। প্রযোজনা প্রতিষ্ঠান শুগার প্রডাকশনসের প্রথম চলচ্চিত্র এটি। ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রটি দেশের চলচ্চিত্রের বিকাশে একটি নতুন মাত্রা যোগ করবে, এমনটাই আশা নির্মাতা ও শুগার প্রডাকশনসের। দেশের চলচ্চিত্রের উন্নয়নে নতুনদের নিয়ে কাজ করতে প্রতিষ্ঠানটির এরকম প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বস্তুত পেশাগত মনোভাব নিয়ে এদেশের চলচ্চিত্র শিল্পে নিয়মিত কাজ করে যেতে চায় প্রতিষ্ঠানটি।

- See more at: http://www.thereport24.com/article/48169/index.html#sthash.E8GuVAX2.va2JSQwm.dpuf

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test