E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলায় বিশ্বসেরা ১০ শিশুতোষ সিনেমা

২০১৯ জুন ০৩ ১৫:২৮:২০
বাংলায় বিশ্বসেরা ১০ শিশুতোষ সিনেমা

বিনোদন ডেস্ক : ঈদকে ঘিরে প্রতিটি টেলিভিশন চ্যানেলেই থাকছে বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে দুরন্ত টিভি নিয়ে আসছে বিশ্বসেরা ১০ শিশুতোষ সিনেমা। মজার ব্যপার হলো বিদেশি ভাষার জনপ্রিয় এই সিনেমাগুলো প্রচার করা হবে বাংলা ভাষায়।

সিনেমাগুলো হলো- ইকবাল, রবিন হুড, সিন্ডারেলা, রবিন হুড অ্যান্ড দ্য ইনভিন্সিবল নাইট, ডাইনোফ্রোজঃ দি অরিজিন, রবিন হুডঃ কিংস রিটার্ন, সিমবা জুনিয়র ইন নিউইয়র্ক এবং পোকাহন্টাসঃ প্রিন্সেস অফ দি অ্যামেরিকান ইন্ডিয়ানস্।

এর মধ্যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘ইকবাল’ প্রচার হবে ঈদের দিন, বেলা ৩ টায়। একই দিন ‘রবিন হুড’ ছবিটি প্রচার হবে রাত ১০টায়।

‘সিন্ডারেলা’ প্রচার হবে ঈদের ২য় দিন, বেলা ৩ টায়। একই দিন ‘রবিন হুড অ্যান্ড দ্য ইনভিন্সিবল নাইট’ প্রচার হবে রাত ১০ টায়। অন্যদিকে ৩য় দিন বেলা ৩টায় প্রচার হবে ‘ডাইনোফ্রোজঃ দি অরিজিন’ ছবিটি। একই দিন রাত ১০টায় ‘রবিন হুডঃ এনিমিস ফরএভার’।

‘ডাইনোফ্রোজ : এ্যান আইল্যান্ড ইন দ্য স্কাই’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন, বেলা ৩টায়। রাত ১০টায় ‘রবিন হুডঃ কিংস রিটার্ন’। ৫ম দিন বেলা ৩টায় ‘সিমবা জুনিয়র ইন নিউ ইয়র্ক’, রাত ১০টায় ‘পোকাহন্টাসঃ প্রিন্সেস অফ দি অ্যামেরিকান ইন্ডিয়ানস্’।

এছাড়াও দুরন্ত টিভি সূত্রে জানা যায়, ঈদ আয়োজনে ৫ দিনব্যাপী প্রচার হবে শিশুদের প্রিয় কার্টুন ‘টোয়ার্লিউজ’, ‘উইসপার’, ‘কেট অ্যান্ড মিম মিম’, ‘রেইনবো রুবি’, ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্’, ‘দ্য জাঙ্গল বুক’, ‘ঈনা মীনা ডীকা ’, ‘চ্যাপলিন’ ও ‘ল্যাসি’- এর মজার মজার সব পর্ব।

(ওএস/এসপি/জুন ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test