E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

তিনি বাংলাদেশের সানি লিয়ন

২০১৯ আগস্ট ০৬ ১৬:৫৬:২০
তিনি বাংলাদেশের সানি লিয়ন

বিনোদন ডেস্ক : বাংলাদেশের বিনোদন জগতের চেনা মুখ। গ্ল্যামার আর ফ্যাশনে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড় তারকাদেরও। নাম নায়লা নাঈম। পেশায় একইসঙ্গে তিনি চিকিৎসক ও মডেল।

নায়লাকে ভারতীয় গণমাধ্যম এই সময় বাংলাদেশের সানি লিওন হিসেবে আখ্যা দিয়েছে। পত্রিকাটি দাবি করেছে, নায়লার জাদুতে মাতোয়ারা দর্শক বাংলাদেশের ‘সানি লিয়ন’ বলে ডাকেন তাকে।

তাকে নিয়ে একটি ফটো গ্যালারির আয়োজন করেছে এই সময়। সেখানে তার তথ্যে বলা হয়েছে, ১৯৯৫ সালে জন্ম নায়লার। মডেলিংয়ের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলেন। এর পর অভিনয়ের জগতে হাতেখড়ি।

মিউজিক ভিডিও, টেলিভিশনের অনুষ্ঠান, ফিল্ম থেকে আইটেম সং- সবকিছুতেই নায়লায় মজে আছে দর্শক।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল নায়লার। একসময়ের বিখ্যাত মডেলদের দেখে এই ইচ্ছেটা আরো প্রবল হয়। ডেন্টাল কলেজে পড়ার সময় মনে হয় পড়াশোনার পাশাপাশি কিছু করার সুযোগ আছে, তখন থেকেই মডেলিং করার কথা ভাবতে শুরু করেন তিনি।

বর্তমানে একজন ডেন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি চলে তার মডেলিং এবং অভিনয়। ২০১৮ সালে মুক্তি পায় নায়লার প্রথম চলচ্চিত্র ‘রানআউট’। এটি পরিচালনা করেন তন্ময় তানসেন। এরপর বেশ কিছু চলচ্চিত্রে তাকে দেখা গেছে আইটেম গানে অংশ নিতে।

(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১১ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test