E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে ‘মেকআপ’

২০১৯ আগস্ট ২০ ১৯:৪৫:০৪
বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে ‘মেকআপ’

বিনোদন ডেস্ক: মাসখানেক আগে ‘মেকআপ’ নামের নতুন সিনেমা নির্মাণের কথা জানিয়েছিলেন চিত্রপরিচালক অনন্য মামুন। কিন্তু তখন সিনেমার কোনও তথ্য জানাননি ‘অস্তিত্ব’খ্যাত এই নির্মাতা।

মঙ্গলবার (২০ আগস্ট) পরিচালক জানালেন, ‘মেকআপ’ একসঙ্গে নির্মিত হচ্ছে বাংলা ও হিন্দি ভাষায়। বাংলা অংশে সুপারস্টার নায়কের ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। এরই মধ্যে সিনেমাটির প্রায় ষাট শতাংশ শুটিং হয়েছে। সেপ্টেম্বরে শেষ হচ্ছে শুটিং পর্বের কাজ।

অনন্য মামুম বলেন, ‘শুধু বাংলাদেশে সিনেমা মুক্তি দিয়ে এখন লগ্নিকৃত অর্থ ফেরত আনা অনেক কষ্টকর। তাই আমরা মার্কেট বড় করতে একসঙ্গে বাংলা ও হিন্দি ভাষায় ‘মেকআপ’ নির্মাণ করছি। এতে করে আমরা হিন্দি ভাষায় দর্শকদের কাছে আমাদের সিনেমাটি পৌঁছে দিতে পারবো।’

‘দুই ভাষায় কিছু জুনিয়র শিল্পী একই থাকবে। তবে বাকি কেন্দ্রীয় চরিত্রগুলোর শিল্পীরা বাংলা ও হিন্দি অংশে আলাদা। বাংলা ভাষায় সুপারস্টার শাহবাজ খানের চরিত্রে তারিক আনাম খান অভিনয় করছেন। তবে একই চরিত্রে হিন্দি ভাষায় কে অভিনয় করছেন, তা এখনই জানাতে চাচ্ছি না’, যোগ করেন তিনি।

সেলিব্রিটি প্রোডাকশন প্রযোজনায় ২ জুলাই সুনামগঞ্জে ‘মেকআপ’র শুটিং শুরু হয়। পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৫ দিন এর শুটিং চলে। কিছুদিন বিরতির পর আগামী সপ্তাহ থেকে মানিকগঞ্জে শুরু হচ্ছে এর পরবর্তী অংশের শুটিং।

নির্মাতা সূত্রে জানা যায়, আগামী অক্টোবর মাসে ‘মেকআপ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test