E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রিকেটের গল্প নিয়ে মাজহার বাবুর ‘লাল বল’

২০১৯ সেপ্টেম্বর ০৭ ২৩:০১:১৭
ক্রিকেটের গল্প নিয়ে মাজহার বাবুর ‘লাল বল’

বিনোদন প্রতিবেদক : দেশে সিনেমা নির্মাণ কমে যাচ্ছে, সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। চলচ্চিত্র এখন চরম এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এমনই সময়ই চলচ্চিত্রের জন্য এক সুখবর নিয়ে আসলো নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সারগাম এন্টারটেইনমেন্ট’। নতুন এই প্রযোজনা সংস্থা থেকে মাজহার বাবু নির্মাণ করছেন ‘লাল বল’। গেল বৃহস্পতিবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই নির্মাতা।

বিষয়টি নিয়ে সারগাম এন্টারটেইনমেন্টের উপদেষ্টা দেলোয়ার হোসেন দিল বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমাদের দেশে এই খেলা যেমন জনপ্রিয়, তেমনি বিশ্ব দরবারে আমাদের বিশেষ অবস্থান রয়েছে। অথচ ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে এখনো কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। মাজহার বাবুর গল্প নিয়ে ছবিটির চিত্রনাট্য তৈরী করা হয়েছে। আশা করছি, ব্যয়বহুল বাজেটের এই চলচ্চিত্রটি সবাই পছন্দ করবেন।

ছবিটি নিয়ে নির্মাতা মাজহার বাবু বলেন, নভেম্বরে ছবির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। ছবিতে তিনটি গান ব্যবহার করা হবে। গল্পের প্রয়োজনে ছবিতে আমরা আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে জাতীয় সংগীত ব্যবহার করা হচ্ছে। ছবিতে বিশেষ কিছু চমক রয়েছে। আগামী মাসে মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।

মাজহার বাবুর ক্যারিয়ার শুরু সরাসরি সিনেমা বানানো দিয়ে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে পড়ার সময় থেকেই চিত্র পরিচালক এ কিউ খোকনের হাত ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর কাজ করেছেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন জেমী, এফ আই মানিকের মতো গুণী পরিচালকদের সঙ্গে। মূলধারার গণমাধ্যমে কাজ করেছেন অনুষ্ঠান এবং সংবাদ প্রযোজকের দায়িত্বে। বর্তমানে এনটিভি অনলাইনে বিনোদন সাংবাদিকতা করছেন এই নির্মাতা।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test