E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভারতের ফিল্ম ফেস্টিভ্যালে এসআই গগণের ইভটিজার

২০১৯ সেপ্টেম্বর ১৬ ১৭:৪৯:০৪
ভারতের ফিল্ম ফেস্টিভ্যালে এসআই গগণের ইভটিজার

বিনোদন প্রতিবেদক : ভারতের নদিয়া জেলার রানাঘাট আর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে বাংলাদেশ এর নির্মাতা এস আই গগণের ইভটিজার চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। ১৪  ও ১৫ সেপ্টেম্বর ২ দিনব্যাপি এই আয়োজনে মোট ২৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আন্তর্জাতিক বিভাগে প্রদর্শিত চলচ্চিত্রটি সম্পর্কে এর নির্মাতা এস আই গগণ বলেন, “এটি একটি সামাজিক সচেতনতামূলক ছবি। যেখানে আমি দেখাতে চেষ্টা করেছি মফস্বল তথা নিম্নবিত্ত দরিদ্র পরিবারের অসহায়ত্বের কারনে তাদের সন্তানদের কিভাবে নিজেকে বিধ্বস্ত সমাজের মধ্যে দিয়ে বেড়ে উঠতে হয়। সমাজের বখে যাওয়া যুবকদের নিগ্রহের শিকার হতে হয়। ইভটিজিং এর শিকার হয়ে নিজের সম্ভ্রম রক্ষার জন্য অভিমানী মেয়েটির জীবন দেওয়ার এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে ইভটিজার। আশা করছি দর্শক আমার ছবিটিকে একটি দৃষ্টান্ত হিসেবেই নিয়েছে। বাকিটা তারাই বলবেন ।“

ইভটিজার চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- রাফাতুল ইসলাম, আরতি ঢালী, মৌসুমী সহ আরও অনেকে।
নির্মাতা এস আই গগণ এই উৎসব আয়োজনের জন্য সুবব্রত নন্দি, দিপ রায় চৌধুরীসহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

(এম/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test