Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

পাওলির বদলে স্বস্তিকা

২০১৪ মার্চ ০৭ ১১:০৭:৫৫
পাওলির বদলে স্বস্তিকা

ছিল পাওলি, হয়ে গেল স্বস্তিকা ! ঠিক যেন রুমাল থেকে বিড়াল নয়, বিড়াল থেকে রুমাল হওয়ার ঘটনা ৷ কাব্যটা হল, টলিউড থেকে বলিউডে যাওয়ার জন্য এবার তৈরি স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাও আবার সঙ্গে বিদ্যা বালান ও ইরফান খান ৷ ছবির পরিচালক সুজয় ঘোষ ৷ তবে শুধু সুজয় ঘোষ নয়, দিবাকর মুখোপাধ্যায়ের ছবিতেও দেখা যেতে পারে স্বস্তিকাকে৷ আপাতত, টলিউডে উড়ছে এই খবরই ৷

কিছুদিন আগে বলিউডে যাওয়া নিয়ে তুমুল উত্তেজনা ছিল অভিনেত্রী পাওলির মধ্যে ৷ দিনে মাত্র একটা আপেল খেয়ে, টুক করে একেবারে রোগা ছিপছিপে হলেন পাওলি ৷ বিক্রম ভাটের সঙ্গে হাত মিলিয়ে ‘হেটস্টোরি’! সে স্টোরিতে পাওলির খোলামেলা শরীর আর মন উজাড় করা অভিনয় দেখে লোকের চোখের খিদে মিটলেও, বক্স অফিসে ছবি পড়ল মুখ থুবড়ে ৷ ব্যাপার সুবিধের না বুঝে প্রায় পাটতারি গোটাবেন অমনি হাতে এল বিক্রমের আরেক ছবি ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’ ৷ সে ছবিও ধোপে টিকল না ৷ শেষমেশ ধীরে ধীরে ঘরের মেয়ের ঘরে ফেরা ৷ তবে পাওলিতে বিশ্বাসি নয়, এবার ঘরে বসেই কোমর বেঁধে বলিউডে যেতে তৈরি হলেন স্বস্তিকা ৷ আগে হাতে চিত্রনাট্য, পরে উড়ে যাওয়া মুম্বই ৷ কিন্তু পরিচালক সুজয় ঘোষ মুম্বইয়ে নয়, বরং কলকাতায় আসছেন শ্যুটিং করতে ৷ ‘কাহানি’ ছবির পর সুজয়ের এটাই নতুন ছবি ৷ আর ফের ছবিতে তাঁর প্রিয় শহর কলকাতা ৷ তবে স্বস্তিকা কেন? খবরে রয়েছে, সুজয়ের ছবিতে বলি অভিনেতা ইরফান খানের স্ত্রীয়ের চরিত্রে অভিনয়ের জন্য টলিউডের বহু অভিনেত্রী অডিশন দিয়েছিলেন ৷ কিন্তু শেষমেশ সব অভিনেত্রীদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন স্বস্তিকা ৷ তবে স্বস্তিকা এই ব্যাপারে আপাতত কিছুই জানাতে চাননি ৷ জানাতে চাননি দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবিতে অভিনয়ের কথাও ৷ শুধু জানিয়েছেন, আপাতত এটা সময় নয়, কথা এগোলে জানতেই পারবেন ৷

(ওএস/এইচ/মার্চ ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২২ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test