E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নভেম্বরে আসছে ‘ইতি, তোমারই ঢাকা’

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৭:০৯:৩৬
নভেম্বরে আসছে ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন প্রতিবেদক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। মুক্তির লক্ষ্যে সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, র্স্পশিয়া, ইরেশ যাকের, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন বলনে, দেশে মুক্তির আগে আমরা চেয়েছিলাম সমসাময়িক বিশ্বের ছবিগুলোর সঙ্গে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এখন পর্যন্ত বেশকিছু নামিদামি চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি, সব ঠিক থাকলে নভেম্বরে আমরা ছবিটি মুক্তি দেবো।

নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধের গল্পের সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও ফুটে উঠেছে এ ছবিতে। এটি নির্মাণ করেছেন মোট ১১ জন তরুণ পরিচালক।

তারা হলেন, আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test