E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মা হতে চলেছেন দীপিকা!

২০১৯ নভেম্বর ০৪ ১৫:২০:১৮
মা হতে চলেছেন দীপিকা!

বিনোদন ডেস্ক : বলিউডের সবার নজরে ছিলেন দীপবীর জুটি। দীপিকা পাড়ুকোন ও রনভীর সিংকে আদর করে ভক্তরা দীপবীর বলে ডাকেন। তাদের প্রেমের গুঞ্জনের শুরু থেকেই আলোচনায় ছিলেন তারা।

ভক্তরাও আগ্রহ দেখিয়েছেন তাদের সম্পর্ক নিয়ে। কবে ‘দীপবীর’ বিয়ে করবেন? কোথায় হবে বিয়ে, কোথায় হানিমুন- এসব জানতে আগ্রহের শেষ ছিলো না তাদের।

আর যখন বিয়েটা হয়ে গেল তখন থেকে শুরু হয়েছে তাদের সন্তান নিয়ে খোঁজ খবর। বেশ কয়েকবার ভক্তরা ছড়িয়েছেন প্রিয় জুটির মা-বাবা হওয়ার খবর। তবে এবার নিজে দীপিকাই উস্কে দিলেন সেই গুঞ্জন। নিজের পোস্ট করা একটি ছবিতে তার মা হওয়ার জল্পনা চড়িয়ে দিলেন তিনি।

গেল ৩ নভেম্বর রবিবারই সোশ্যাল মিডিয়ায় একটি ঘুমন্ত শিশুর দুটি ছবি পোস্ট করেছেন দীপিকা। ক্যাপশানে দিপ্পি লিখেছেন, ‘post diwali celebration।’ ছবিটি দিপ্পির ছেলেবেলার ছবি বলেই মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে দীপিকা কিছুই লেখেননি।

তবে নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ শিশুর ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিচ্ছেন দীপিকা? তবে কি 'দীপবীর'-এর জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে? কেউ আবার সরাসরি প্রশ্ন করেছেন দীপিকা কি মা হতে চলেছেন? অনেকে আবার প্রিয় অভিনেত্রীকে আগাম শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন।

এদিকে দীপাবলি উপলক্ষে বলিউডের কমবেশি সমস্ত তারকাই বিভিন্ন সেলিব্রেশনে অংশ নিলেও দেখা যায়নি ‘দীপবীর’ জুটিকে। তারা দীপাবলি কীভাবে কাটিয়েছেন সেই ছবি দেখার জন্য উৎসাহের অন্ত নেই তাদের ভক্তদের মধ্যে।

অনেকেই মনে করছেন দীপিকা মা হতে চলেছেন। আর সেকারণেই আপাতত তাকে প্রকাশ্যে সেভাবে দেখা যাচ্ছে না।

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

৩১ মে ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test