Occasion Banner
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

দেশের ৪০ সিনেমা হলে চলবে ভারতীয় সিনেমা

২০১৯ নভেম্বর ২২ ১৬:৩০:১৯
দেশের ৪০ সিনেমা হলে চলবে ভারতীয় সিনেমা

বিনোদন ডেস্ক : এই বছরের পেছন দিকে ফিরে তাকালেই দেখা যাবে সিনেমা শূণ্যতায় ভুগছে ঢালিউড। সপ্তাহের ছুটির দিন শুক্রবার নতুন কোনো সিনেমা দেখার অপেক্ষায় থাকেন সিনেমা প্রেমিরা। কিন্তু আগের তুলনায় এখন সিনেমা মুক্তির সংখ্যা কমে গেছে।

ঢাকাই সিনেমার মন্দার সুযোগে বিদেশি ছবির আমদানি বাড়ছে ধীরে ধীরে। চলতি বছরে বেশ কিছু ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতার ছবি ‘জানবাজ’। বনি সেনগুপ্ত ও কৌশনী মুখার্জি জুটির নতুন এ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সাপটা চুক্তিতে।

এদেশে মুক্তির সার্বিক দায়িত্ব রয়েছে হার্টবিট প্রডাকশন হাউজ। বিনিময়ে ওপারে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি হার্টবিট প্রযোজিত ছবি মনে রেখো। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবি মুক্তি পেয়েছে গেল বছর ঈদে।

হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক জানান, ১১ নভেম্বর জানবাজ বাংলাদেশে মুক্তি জন্য সেন্সর ছাড়পত্র পায়। আজ ঢাকার মধুমিতা, বলাকা, চিত্রামহল, জোনাকী, এশিয়া, পুনম, গীত, বিজিবি, সেনা সিনেমাসহ সারাদেশে ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জানবাজ’।

গত ২৫ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছিল ‘জানবাজ’ সিনেমাটি। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এই ছবির গল্প। সিনেমাটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্টে। পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত। ছবিটিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।

অন্যদিকে কলকাতার ‘জানবাজ’ এদেশে মুক্তির বিনিময়ে সেখানে চলবে ‘মনে রেখো’। গেল বছর ঈদে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহি অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি তৈরিতে লগ্নি করে হার্টবিট প্রোডাকশন হাউজ। দেখা যাচ্ছে বিনিময়ের মাধ্যমে আনা নেওয়া দুটির ছবির নায়ক হলে বনি সেনগুপ্ত।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test