E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাড়া জাগাচ্ছে ‘ইন্দুবালা’

২০১৯ ডিসেম্বর ০১ ১৭:১৯:৫১
সাড়া জাগাচ্ছে ‘ইন্দুবালা’

বিনোদন প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইন্দুবালা’ মুক্তি পেয়েছে দেশের ১২টি প্রেক্ষাগৃহে। সুদর্শন নায়ক আনিসুর রহমান মিলন ও নবাগত পায়েল অভিনীত এই ছবিটি সাড়া জাগিয়েছে দর্শকদের মনে। সরেজমিনে দেখা যায় সকাল থেকে বিভিন্ন ঢাকা ও ঢাকার বাহিরের হলগুলোতে দর্শকদের সাড়া জাগানো উপস্থিতি।

নাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে জন্ম নিয়েছে অন্যরকম আগ্রহ।
রাজধানীর নিউমার্কেট বলাকা সিনেমা হলে মিলন তার দর্শক ও ভক্তদের সঙ্গে নিয়ে উৎসবমুখরভাবে হলে বসে ছবিটি দেখেন। এসময় বিশাল একটা জটলা তৈরি হয় এবং বাড়তে থাকে দর্শক।

স্কুল পড়ুয়া মেয়েকে ছবিটি দেখাতে নিয়ে আসেন তার মা রেহানা। তিনি বলেন, আমার মেয়ে গ্রামের পটভূমির ছবি দেখতে ভালোবাসে। শুনেছিলাম এই ছবিটি গ্রামের পরিবেশ তুলে ধরেছে তাই আসা। তবে ভালোই লেগেছে। মেয়ে খুশি আমিও খুশি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব বলেন, বোধহয় আমাদের দেশের সিনেমা আবার গতি ফিরে পাচ্ছে। ‘ইন্দুবালা’ দেখে তাই মনে হলো। ‘ইন্দুবালা’র মতো আরও চলচ্চিত্র তৈরি হলে দর্শকরা হলমুখি হবেন।

নির্মাতা বলেন, আমাদের ছবিটি প্রথমদিনেই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবির গান, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। আমাদের সাথে ঢাকার বাহিরের হল গুলোর সাথে কথা হয়েছে তারা আমাদের ছবি নিতে আগ্রহ প্রকাশ করছেন। আসা করি আগামী সপ্তাহ থেকে হলে সংখ্যা বাড়বে।

ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই।

জয় সরকার পরিচালিত ছবিটিতে মিলন-পায়েল ছাড়াও আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনিন, আশিক চৌধুরী ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনুর।

(এম/এসপি/ডিসেম্বর ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test