E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’

২০১৯ ডিসেম্বর ০৬ ১৬:৫৭:৫৫
‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হচ্ছে তাদের, বিয়ের অনুষ্ঠান হবে পরে। সৃজিত ও মিথিলা নিজেরাই গণমাধ্যমকে জানিয়েছেন তাদের বিয়ের খবর।

তাদের বিয়েতে উপস্থিত থাকবে দুই পরিবারের সদস্যরা ও তাদের কয়েকজন কাছের বন্ধু।
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। বিয়ের খবর প্রকাশ হতেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তার।

সৃজিত নিজেও একটি ছবি পোস্ট করে মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন। এখানে দেখা যাচ্ছে একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন তারা। আর ছবির ক্যাপশনে লেখা ‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি/ অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি/ চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়/ খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’। সৃজিতের ‘জাতিস্মর’ (২০১৪) ছবির একটি গানের লাইন এগুলো।

বিয়ের দিন মিথিলাকে শুভেচ্ছা জানানোর জন্য এই গানের লাইনগুলো যেনো প্রয়োজন ছিলো! ‘খোদার কসম জান’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কবীর সুমন।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছে অনেকদিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম বিয়েতে গড়াচ্ছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test