E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুব বড় মাপের অভিনয় শিল্পী হতে চাই : শিশু শিল্পী নদী

২০২০ জানুয়ারি ০৮ ১৬:০৯:১৬
খুব বড় মাপের অভিনয় শিল্পী হতে চাই : শিশু শিল্পী নদী

বিনোদন প্রতিনিধি : ২০টির বেশি বিজ্ঞাপন, ১৫টির বেশি নাটকে অভিনয় করেছে নুসরাত জাহান নদী। সম্প্রতি  মুক্তি পেলো  তার অভিনীত মুক্তিযুদ্ধের নাটক রক্ত  জবা। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেন নদী। তার বর্তমান অবস্থান নিয়ে কথা হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মারুফ সরকার।

শুরুটা কিভাবে?

নুসরাত জাহান নদী : বাংলাদেশ শিশু একাডেমিতে নাট্যকলায় ভর্তি হই। তারপর একদিন দেখলাম, শিশু একাডেমির একটি পিলারে একটি কাগজে লেখা—একটা সিরিয়াল নাটকের জন্য শিশুশিল্পী প্রয়োজন। ওটা দেখে অডিশন দিতে গেলাম। এরপর তিনবার বাছাই হলো। শেষে কর্তৃপক্ষ বলল, ‘তোমাকে নির্বাচন করা হয়েছে। অভিনন্দন।’

এখন ব্যস্ততা কী নিয়ে?

নুসরাত জাহান নদী : কিছুদিন আগে হয়ে গেলো আমার নাটক রক্ত জবা , ২ দিন আগে শেষ করলাম বিকাশের বিজ্ঞাপন এছাড়া গতবছর ডিসেম্বরে শেষ করলাম গ্রামীন ফোনের বিজ্ঞাপন এছাড়া আরো অনেক কাজ করছি ।

যৈবতী কন্যার মন-এ তোমার চরিত্র কী?

নুসরাত জাহান নদী : সেলিম আল দীন স্যারের গল্প এটি। সরকারি অনুদানে বানানো। এক শ বছর আগের সামাজিক প্রেক্ষাপট নিয়ে এর কাহিনি। আমার চরিত্রের নাম অঙ্গী। নায়িকার বড় বোন ছন্দা। আমি ছন্দার একমাত্র মেয়ে। এখানে অঙ্গী নায়িকার বান্ধবীর মতো।

স্কুলের বন্ধুরা কী নামে ডাকে?

নুসরাত জাহান নদী : সবাই নদী নামেই ডাকে। অনেকে আবার সূর্যমুখীও বলে।

পড়াশোনার পাশাপাশি?

নুসরাত জাহান নদী : অভিনয় আর নাচ নিয়েই ব্যস্ত। অবসরে লেখালেখি আর কার্টুন আঁকার চেষ্টা করি।

পছন্দের খাবার কী কী?

নুসরাত জাহান নদী : পছন্দের খাবার বলতে কিছু নেই। তবে অপ্রিয় অনেক আছে। বিশেষ করে শাকসবজি একেবারেই খেতে চাই না। তবে ফল পছন্দ করি। এ ছাড়া বিরিয়ানি, চকোলেট, আইসক্রিম তো আছেই।

একদিন শুটিংয়ে গিয়ে দেখলে, কেউ তোমার সঙ্গে কথা বলছে না?

নুসরাত জাহান নদী : ধরে নেব, কোনো গুরুগম্ভীর দৃশ্যের দৃশ্য ধারণ চলছে। তখন আমিও বোবা হয়ে যাব।

ইচ্ছাপূরণ পরি এসে তোমার জন্মদিনে উপহার দিতে চায়, কী চাইবে?

নুসরাত জাহান নদী : বইয়ের যত পড়া আছে, সব যেন আমার মগজের মেমোরিতে সরাসরি সেট করে দেয়, পরীক্ষার হলে বসে আর চিন্তা করতে হবে না। শুধু লিখতেই থাকব, লিখতেই থাকব।

বড় হয়ে কী হবে ঠিক করেছ?

নুসরাত জাহান নদী : বড় সড় অভিনয় শিল্পী হতে চাই। পাশাপাশি কিছু সামাজিক কাজ করতে চাই। একজন ভালো মানুষ হলেই বাঁচি।

(এমএস/এসপি/জানুয়ারি ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test