E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

‘আমার হৃদয়ের কথা’ ছবির মহরত অনুষ্ঠিত

২০২০ জানুয়ারি ১২ ১৫:৪২:৫৫
‘আমার হৃদয়ের কথা’ ছবির মহরত অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয় নতুন চলচ্চিত্রটির মহরত। ছবিতে প্রধান চরিত্রে চিত্র-নায়িকা ববি থাকলেও মহরত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন জয় সরকার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন চিত্র-নায়িকা ববি হক ও নবাগত শুভ চৌধুরী ও রাইসা রিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মৌ শিখা। আব্দুল মজিদ প্রযোজিত ফাতেমা কথাচিত্রের প্রথম অবদান ‘আমার হৃদয়ের কথা’। চলতি মাসেই ছবিটির শূটিং হবার কথা রয়েছে।

ছবিটি প্রসঙ্গে নবাগত শুভ চৌধুরী বলেন, ‘ব্যতিক্রমী রোমান্টিক একটা গল্পের ছবি পাশাপাশি মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্রও ফুটে উঠবে এই ছবিতে।’

রাইসা রিয়া বলেন, ‘ছবিটিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।’

(এমএস/এসপি/জানুয়ারি ১২, ২০২০)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test