E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাদের নতুন ধারাবাহিক

২০২০ ফেব্রুয়ারি ০৬ ১৬:০২:৫৭
তাদের নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক : দীপা খন্দকার নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী। গেল সপ্তাহে তিনি নতুন ধারাবাহিক নাটক ‘খানবাড়ি বাড়াবাড়ি’র কাজ শুরু করেছেন। এই ধারাবাহিকে তিনি মাহমুদুল ইসলাম মিঠুর শ্যালিকা চরিত্রে অভিনয় করছেন। নাম তার স্বপ্না। একটি মিশন পরিপূর্ন করার লক্ষ্য নিয়েই দীপা অর্থাৎ স্বপ্না খানবাড়িতে আসে। এই ধারাবাহিকটির প্রথম লটের শুটিং-এ অংশ নিয়েছেন দীপা খন্দকার। এতে তার সঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাজল সুবর্ণ ও মিম চৌধুরী। তারা দুজন অভিনয় করেছেন যথাক্রমে তমা ও জুঁই চরিত্রে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মূলত এই নাটকের গল্পে দেখা যাবে আমি খানবাড়ির খান সাহেবকে বিয়ে করানোর লক্ষ্যে সেই বাড়িতে আমার আগমন ঘটে। এরপর নানান ধরনের মজার মজার ঘটনা ঘটতে থাকে। গল্পটি খুব মজার। যে কারণে কাজ করেও ভীষণ ভালো লেগেছে। যারা এই নাটকে আমার সঙ্গে অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করার চেষ্টা করেছেন, বিশেষত নতুন যারা অভিনয় করেছেন যেমন মিম, কাজলসহ আরো যারা আছেন। আমরা সবাই মিলে প্রতিটি দৃশ্য উপভোগ করার চেষ্টা করেছি যাতে কাজটি প্রাণবন্ত মনে হয়। আর এর আগেও সকাল আহমেদের নির্দেশনায় অভিনয় করেছি। তিনি বেশ যত্ন নিয়েই নাটক নির্মাণ করেন।’

কাজল সুবর্ণ বলেন, ‘আমাদের নাটকটির প্রচার শুরু। তাই নিজের মধ্যেই কেমন যেন একটা টেনশন কাজ করছে। কারণ এবারই প্রথম আমি নাটকে একজন টম বয়ের চরিত্রে অভিনয় করেছি। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে দেখেছি অসাধারণ অভিনয় করতে। আমি আমার নিজের ভেতর আফরান নিশো ভাইকে লালন করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’

নাটকে অভিনয় প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় আমি আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। এই নাটকে তমা চরিত্রটি আমি পরিচালকের মনের মতোই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’

সকাল আহমেদ জানান, এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বৈশাখী টিভিতে রাত আটটায় নাটকটি প্রচার হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন প্রাণ রায়, পারসা ইভানা, সামান্তা প্রমুখ।

‘খানবাড়ি বাড়াবাড়ি’ নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। এদিকে দীপা খন্দকার এরই মধ্যে নৈম নজরুলের নির্দেশনায় ‘দূরন্ত’ টিভিতে প্রচারের জন্য নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test