E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ হলে মুক্তি পেলো নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

২০২০ ফেব্রুয়ারি ২৮ ১৬:৩৯:৪৬
বিশ হলে মুক্তি পেলো নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব হোসেন। টলিউড চিত্রনায়িকা প্রিয়াঙ্কা সরকার। প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা। সিনেমার নাম ‘হৃদয় জুড়ে’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের বিশ হলে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’ মুক্তি পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রফিক শিকদার।

তিনি জানান, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, চিত্রামহল,পূরবী, আনন্দসহ ঢাকার ছয়টি হলে এবং সব মিলিয়ে সারাদেশের মোট বিশটি হলে ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাচ্ছে।

এদিকে সাফটা চুক্তির মাধ্যমে এ সপ্তাহে বড়পরিসরে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘রবিবার’। গত সপ্তাহে (২১ ফেব্রুয়ারি) ঢাকার বাইরে একটি হলে ছবিটি মুক্তি পায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের প্রশ্ন, নতুন ছবি থাকা সত্ত্বেও কেন আমদানি করা ছবি মুক্তি দেয়া হচ্ছে? এটাকে তারা দেশের চলচ্চিত্র ধ্বংসে ষড়যন্ত্র হিসেবেও আখ্যায়িত করেছেন।

‘রবিবার’ পরিচালনা করেছেন ভারতের অতনু ঘোষ। মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার ‘হৃদয় জুড়ে’ সিনেমার তৃতীয় গান মুক্তি পেয়েছে। গত ৫ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজিস’র ইউটিউব চ্যানেলে এর টাইটেল সং মুক্তি পায়। এর আগে গত ৬ জানুয়ারি কোন সংশোধনী ছাড়াই সেন্সর সার্টিফিকেট লাভ করে ‘হৃদয় জুড়ে’। ট্রেলার মুক্তি পায় ১৬ ফেব্রুয়ারি।

চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত। এটি রফিক শিকদার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। মৌলিক গল্পে এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। এর আগে ২০১৬ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’।

সিনেমাটি প্রসঙ্গে রফিক শিকদার বলেন, ‘‘হৃদয় জুড়ে’ হচ্ছে ত্রিভুজ প্রেম কেন্দ্রিক একটি ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমফিল অধ্যয়নরত দুই যুগলের প্রেমের গল্প। গল্পে হঠাৎ করেই তাদের মাঝে চলে আসে স্থানীয় সাংসদের ছেলে। পরে নায়িকার প্রেমে। সেখান থেকেই ষড়যন্ত্রের শুরু। এক পর্যায়ে ফাঁসানো হয় নায়ককে। যার শেষ পরিণতি হয় বড়ই করুণ। ’

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড ছবিটি প্রযোজনা করেছে। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাইফ চন্দন, যুবরাজ, ডন, পাপিয়াসহ আরও অনেকে।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test