E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দর্শক কাঁদাচ্ছে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

২০২০ মার্চ ০২ ১৬:৩৪:০৭
দর্শক কাঁদাচ্ছে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

বিনোদন প্রতিবেদক : অবশেষে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে রফিক সিকদার পরিচালিত ও নিরব-প্রিয়াঙ্কা অভিনীত ‘হৃদয় জুড়ে’ সিনেমাটি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের প্রায় ২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। ছবিটি মুক্তির আজ তৃতীয় দিন। মুক্তির আগে থেকেই নানা কারণে ছবিটি ছিল আলোচনায়।

সিনেমা হলে কেমন চলছে ‘হৃদয় জুড়ে’? এরই মধ্যে বেশকিছু সিনেমা হল পরিদর্শন করেছেন নায়ক নিরব। দর্শকের সঙ্গে বসে দেখেছেন নিজের সিনেমা। সিনেমা হলের ভিডিও এসেছে সামনে। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো সেসব ভিডিওতে দেখা যাচ্ছে শুক্র ও শনিবার দর্শক বেশ ভালোই ভিড় জমিয়েছে এই ছবি দেখতে।

নির্মাতা রফিক শিকদার বলেন, ‘শুক্র ও শনিবার ভালো সাড়া পেয়েছি ছবিটি নিয়ে। হলে দর্শকও এসেছেন অনেক। যারাই ছবিটি দেখছেন তারা প্রশংসা করেছেন এটাই বড় প্রাপ্তি। বাংলাদেশের চলচ্চিত্রকে যারা ভালোবাসেন, তাদের অনুরোধ করবো এখনো যারা ছবিটি দেখেননি তারা হলে গিয়ে ছবিটি দেখে আসুন। ছবিটি নিয়ে গঠনমূলক আলোচনা করুন।’

পরিচালক দাবি করেন, ‘হৃদয় জুড়ে’ সিনেমায় নিরব-প্রিয়াঙ্কার রসায়ন দর্শক কাঁদাচ্ছে। শুক্রবার ছবিটি দেখে হল থেকে বের হয়ে রাফাত নামের এক দর্শক বললেন, ‘মধুমিতা সিনেমা হলে ‘হৃদয় জুড়ে’ ছবিটি উপভোগ করলাম। এখনকার বাস্তবতার পেক্ষাপট ছিল ছবিতে। এখানে দেখা গেছে এই প্রথম বিনা দোষে নায়ক নিরবকে ফাঁসি দেওয়া হলো। নায়িকা প্রিয়াঙ্কার ভালোবাসার প্রতি বিশ্বাস অনেক কম ছিল। ছবিটির শেষ দিকে আমার চোখে পানি চলে এলো।’

সিনেমাটি দেখে হল থেকে চোখ মুছতে মুছতে বের হন এমন আরও অনেক দর্শক। নিরব-প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসাও করেন তারা।

এদিকে মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘মুক্তির প্রথমদিন মোটামুটি দর্শক ছিলো। এরপর দর্শকের উপস্থিতি কম। ছবিটি আমি দেখিনি। তবে শুনেছি এর গল্প বেশ ভালো। দিনদিন আসলে হতাশা বাড়ছেই। কেমন ছবি যে দর্শক চাইছেন সেটা নিয়ে গবেষণা করা দরকার। তারপর ছবি বানালে হয়তো লাভের মুখ দেখা যাবে।’

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। বাংলাদেশের নায়ক নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সুব্রত, যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ।

(এম/এসপি/মার্চ ০২, ২০২০)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test