E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা নিয়ে অনেক ভুল ধারণা ভেঙে দিলেন প্রিয়াঙ্কা

২০২০ মার্চ ২৬ ১৩:৫০:৫৫
করোনা নিয়ে অনেক ভুল ধারণা ভেঙে দিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে লাশের মিছিল। শোকে স্তব্দ সারা দুনিয়া অদৃশ্য শত্রু করোনাভাইরাসের আক্রমণে। একে প্রতিরোধের নেই কোনো প্রতিষেধক ও প্রতিরোধক। সচেতনতায় করোনা জয়ের চেষ্টা চলছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রী মোদি ভারতজুড়ে ২১ দিনের জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। করোনাভাইরাস এই মধ্যেই এখনও পর্যন্ত দেশটিতে ১১ জনের প্রাণ নিয়েছে। আক্রান্ত হয়েছেম ৬ শতাধিক।

এমন সময়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া করোনাভাইরাস নিয়ে মানুষের মনে থাকা নানা প্রশ্ন ও ভ্রান্তি দূরের একটি প্রয়াস করেন। প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার স্বামী নিক জোনাসের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর চিকিৎসকদের সঙ্গে নিয়ে ইন্সটাগ্রাম লাইভ করেন। এই লাইভ সেশনে প্রিয়াঙ্কা তার অনুরাগীদের মধ্যে থাকা আসা নানা প্রশ্ন করেন চিকিৎসকদের।

চিকিৎসকরাও করোনা নিয়ে মানুষের ভুল ধারণা ও গুজব সম্পর্কে সচেতন করে যথাসম্ভব উত্তর দেন।

প্রিয়াঙ্কা চোপড়ার ৪৫ মিনিটের এই সেশনে অংশ নিয়েছিলেন ৪৫ হাজার ভক্ত ও অনুরাগী। এই সময়ই প্রিয়াঙ্কা চোপড়া 'হু' এর জেনারেল ডিরেক্টর ডক্টর ডা. টেডরস এবং চিকিৎসক ডা. মারিয়া ভ্যান কেরখোভকে প্রশ্ন করেন লাইভ চ্যাটের মাধ্যমে।

প্রিয়াঙ্কা তাদের কাছে করোনা নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের গুজব এবং গুঞ্জন সম্পর্কে জানতে চান। সাধারণ মানুষ যাতে ওই সমস্ত গুঞ্জনে কান না দিয়ে চিকিৎসকদের কথা মতো চলেন, সেই বার্তাই দেন প্রিয়াঙ্কা চোপড়া।

তিনি জানতে চান, করোনাভাইরাস বাতাসেও ছড়ায় কী না?

চিকিৎসকরা জবাবে বলেন, ‘এই ভাইরাস কোনো বাতাসবাহিত ভাইরাস নয়। কেবলমাত্র যদি আক্রান্ত ব্যক্তি হাঁচেন বা কাশেন, আর সেই সময় তার মুখ থেকে যে থুতু বা জল ছিটকে আসে তাহলে তার মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। করোনাভাইরাস খাবার মাধ্যমেও সংক্রামিত হয় না। যদি আপনি নিজের হাত স্যানিটাইজার বা সাবান দিয়েই ভালো করে পরিষ্কার করেন তাহলে করোনা ছড়াতে পারে না। কেউ যদি লালা বা থুতু পড়ে থাকা জায়গাগুলি ছুঁয়ে ফেলে সেসময় হাত পরিষ্কার করে নিলে এ ভাইরাসের প্রভাব কম হয়।’

‘হু’ এর চিকিৎসকরা আরও জানান যে, ‘নাক দিয়ে জল পড়া করোনাভাইরাসের লক্ষণ নয়। চিনে ৯০ শতাংশ মানুষের মধ্যে দেখা যায় যে যাদেরই উপর এই ভাইরাসের হামলা হয়েছে তাদের সর্দির সঙ্গে প্রচণ্ড জ্বর এবং শুকনো কাশি হয়েছে।’

(ওএস/এসপি/মার্চ ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test