E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

১৯ ভাষায় প্রচারে আসছে সিসিমপুরের নতুন ভিডিও

২০২০ এপ্রিল ০৯ ১৪:৪৫:০৬
১৯ ভাষায় প্রচারে আসছে সিসিমপুরের নতুন ভিডিও

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সকল শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সিসেমি ওয়ার্কশপ (সিসিমপুরের মাদার অর্গানাইজেশন) তৈরি করেছে নতুন অ্যানিমেটেড জনসচেতনতামূলক (পিএসএ) ভিডিও। এই ভিডিওগুলো পৃথিবীর ১৯টি ভাষায় ডাবিং করা হয়েছে। বাংলাভাষায় ডাবকৃত ভিডিওগুলো বাংলাদেশে প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক, মোহাম্মদ শাহ আলম।

তিনি জানান, নতুন ভিডিওগুলোতে থাকছে এলমোর হাত ধোয়ার নতুন গান। আরও সিসিমপুরের বন্ধুরা শেখাবে হাঁচি দেয়ার সঠিক নিয়ম এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে কীভাবে অন্যের খেয়াল রাখা যায়।

প্রথমেই ভিডিওটিতে দেখা যাবে, এলমোর সাথে হাত ধোয়া। পরিবারের সবাই এলমোর সাথে গান গাইতে গাইতে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে পারে। যা সবাইকে জীবাণু থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সাহায্য করবে।

গ্রোভার-এর সাথে নিয়ম মেনে হাঁচি ও কাশি দিতে শিখছে সবাই। শিশুদের প্রিয় নীল, লোমশ বন্ধু গ্রোভার সবাইকে মনে করিয়ে দেয়, যখন কারও নাকে বা গলায় সুরসুরি অনুভব হয় তখন যেন সে নিজের হাতের উপরিভাগে বা কনুইতে মুখ চেপে হাঁচি বা কাশি দেয়।

সিসিমপুরের বন্ধুরা জানাবে কখন কখন হাত ধুতে হয়? যেমন- হাঁচি এবং কাশি দেয়ার পরে, খাওয়ার আগে, খেলাধুলার পরে, ল্যাট্রিন ব্যবহারের পরে। এছাড়া নিজের যত্নে নেওয়ার পাশাপাশি অন্যের যত্ন নেওয়াও শেখা যাবে এই ভিডিও দেখে।

সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর সব সময়ই শিশু ও তাদের পরিবারের পাশে আছে। সেটা যেকোনো উৎসবে হোক, আর দুর্যোগেই হোক। আর তাই এই সংকটকালীন সময়েও সিসিমপুর প্রতিজ্ঞাবদ্ধ শিশু ও তাদের পরিবারকে এই সংকট মোকাবেলা করতে ও ভবিষ্যতের ব্যাপারে আশাবাদি হতে সাহায্য করতে।’

(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০২০)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test