E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রাণ নয়, ভালোবাসা বিতরণ করছেন নায়িকা পপি

২০২০ এপ্রিল ১৬ ১৭:১০:৫০
ত্রাণ নয়, ভালোবাসা বিতরণ করছেন নায়িকা পপি

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি চলছে করোনাভাইরাসের প্রভাবে। এখনো আসেনি এই ভাইরাসের প্রতিষেধক। তাই এ রোগ নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই।

এরই মধ্যে সারা বিশ্বে ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন। এর মধ্যে দেশে করোনায় মারা গেছেন ৬০ জন। ঘরে বন্দি হয়ে আছেন মানুষ। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই।

যে যার স্থান থেকেই এই মহামারির দিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, অসহায় মানুষের মধ্যে ত্রান বিতরণ করছেন। এমন মানুষদের সঙ্গে নাম লিখিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিও।

সারাদেশে লকডাউন চলছে। বর্তমানে খুলনা নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন পপি। বাংলা নতুন বছরে তিনি খুলনায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তবে এই সহায়তাকে ত্রান বলতে চাননা পপি। তার মতে এটি হলো রিটার্ন অফ লাভ। মূলত মানুষের কাছ থেকে পাওয়ার ভালোবাসার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করে চলেছেন তিনি।

পপি বললেন, ‘আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটাকে ত্রাণ কিংবা সহায়তা না বলে ‘রিটার্ন অফ লাভ’ বলা যেতে পারে। অভিনেত্রী হিসেবে সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি। তারই কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করছি, যদিও ভালোবাসার কোনো প্রতিদান হয় না। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।’

এর আগে করোনা থেকে মুক্তির জন্য গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দিয়েছেন পপি। পাশাপাশি নিজের এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা।

(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test