E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াই বছর পর এক হলেন নিপুন-মুন্না

২০২০ মে ০৭ ১৩:২৮:২১
আড়াই বছর পর এক হলেন নিপুন-মুন্না

বিনোদন প্রতিবেদক : ২০১৮ সালের ৪ মে ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ ছবিটি। ত্রিভুজ প্রেমের সিনেমাটিতে চিত্রনায়িকা নিপুণের বিপরীতে অভিনয় করেন নবাগত মাহবুবুর রশিদ মুন্না (হিরো মুন্না)। এতে আরও অভিনয় করেন পুষ্পিতা পপি, বড় দা মিঠু প্রমুখ।

ছবিতে নায়িকা নিপুন প্রধাণ চরিত্রে অভিনয় করলেও সে সময় প্রচারণায় ছিলেন না। জানান ব্যক্তিগত কারনে ছবিটির প্রচারণায় উপস্থিত থাকতে পারেন নি। ছবিটি দুই সপ্তাহ চলার পর হল থেকে নেমে যায়।

ছবির নায়ক মুন্নার মতে, নায়িকা নিপুন যদি সে সময় প্রচারণায় আসতেন তাহলে হল সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে কয়েক সপ্তাহ ছবিটি চলতো। দর্শক ছবিটি সাদরে গ্রহণ করতেন। কারন নিপুনের দর্শকের কাছে আলাদা একটা গ্রহনযোগ্যতা আছে।

দীর্ঘ আঁড়াই বছর পর বুৃধবার (৬ মে) এফডিসিতে এ ছবির নায়িকা নিপুন ও নায়ক মুন্না ফের এক হলেন। তবে নতুন কোন ছবি কিংবা শূটিংয়ের জন্য নয়। চিত্রনায়িকা নিপুনের নিমন্ত্রণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতিকে আর্থিক ভাবে সহযোগিতা করতে এক হলেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তাদের হাতে এ অর্থ তুলে দেন।

এদিকে গত এপ্রিল মাসে নতুন ছবি 'প্রহর'র গান রেকর্ডিংয়ের কথা ছিল। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে তা পিছিয়ে যায়। করোনার সংক্রমণ দূর হলেই নতুন ছবি 'প্রহর'র গান রেকর্ডিং'সহ এ ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে তিনি জানান। ছবিতে নায়ক হিসেবে তিনিই থাকবেন।

তবে নায়িকা হিসেবে কি আবারও চিত্রনায়িকা নিপুন থাকবে কিনা জানতে চাইলে মুন্না বলেন, আমার অভিষেক চলচ্চিত্রে নিপুন নায়িকা ছিলেন। তবে এ ছবিতে কে থাকছেন তা এখনও ঠিক হয়নি। করোনা ভাইরাস দূর হলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সব কিছু জানান দেব।

মুন্নার সাথে ফের কাজ করার আগ্রহ আছে কিনা জানতে চাইলে নিপুন বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারি আঁকার ধারন করেছে। যদি বেঁচে থাকি গল্প-চরিত্র পছন্দ হলে দেখা যেতে পারে। এখনই কিছু বলতে পারছি না। দেখা যাক কি হয়। সময় সব কিছু বলে দিবে।

এ সময় উল্লেখ করে নিপুন বলেন, ‘ধূসর কুয়াশা’ ছবির গানগুলো মনোরম সব লোকেশনে চিত্রায়ণ হয়। দর্শক সে সময় গানগুলো ব্যাপক পছন্দ করেছিলেন। ছবির গল্পটিও ভালো ছিল। আমি এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি সবগুলো ছবির গল্পই ভালো ছিল। কারণ, আমি কখনো গল্প পছন্দ না হলে কাজ করিনি। সামনেও করবো না। আমার কাছে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ।

(এমএস/এসপি/মে ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test