E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় ঘরে বসেই কোটিপতি

২০২০ মে ১৩ ১৪:০০:৪০
করোনায় ঘরে বসেই কোটিপতি

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সারা দুনিয়া। এর সংক্রমণ এড়াতে ভারতে চলছে লকডাউন। সবাই ঘরে বসেই কাজ চালানোর চেষ্টা করছেন। অনেক তারকাও ঘরে বন্দী হয়ে সৃজনশীল কাজ চালিয়ে যাচ্ছেন।

এবার জানা গেল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও লকডাউনে গৃহবন্দী থেকেই কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সিজন ১২ উপস্থাপনা করবেন। এরইমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল। তা চলবে জুলাই পর্যন্ত। এ

কেবিসি ১২ সিজনের প্রথম প্রোমো-ও প্রকাশ করা হয়েছে। এর শুটিং হয়েছে অমিতাভের বাসভবন জলসাতে।

প্রথমবার ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে ডিজিটাল হচ্ছে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সাবমিশন, অডিশন ও সিলেকশন-কেবিসি ১২-এ সবকিছু হতে চলেছে ভার্চুয়াল। দর্শকরাও ঘরে বসে অংশ নিয়ে কোটিপতি হবেন।

অমিতাভ বচ্চন সোনি টিভি-তে ২২ মে পর্যন্ত প্রতিদিন রাতে আসবেন ও রেজিস্ট্রেশনের প্রশ্ন করবেন। দর্শকের উত্তর এসএমএস বা সোনিলাইভ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন। একটি র‌্যান্ডমাইজারের মাধ্যমে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করা হবে প্রতিযোগীদের। তাদের ডাকা হবে এবং শো-তে অংশগ্রহণের জন্য নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।

(ওএস/এসপি/মে ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test