E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

আ খ ম হাসানের ‌‌‘বউ নিখোঁজ’

২০২০ মে ২৮ ১৬:৪৮:৩৪
আ খ ম হাসানের ‌‌‘বউ নিখোঁজ’

বিনোদন ডেস্ক : আ খ ম হাসান গ্রামের চালাক মানুষ। তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকে। তার কাজ হচ্ছে, বিদেশে লোক পাঠানো। এক কথায়, সে একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। এনিয়ে মজার কান্ড ঘটে। এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালি করার জন্য সে ইংরেজি জানা এক মেয়েকে অফিসে নিয়োগ দেয়।

সে খেয়াল করে দেখেছে, ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সে নিজে সবাইকে শুদ্ধ উচ্চারনে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও গ্রামারে ইংরেজি বলে। তার এই মেয়েকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি।

গোদের ওপর বিষফোড়ার মতো পরদিন থেকে তার বউ নিখোঁজ। থানা পুলিশ আইন আদালাত। এখন কি হবে? ঘটনা বাস্তবের নয় এমনই গল্পে একটি নাটকটি অভিনয় করেছেন আ খ ম হাসান। কমেডি ঘরনার এই নাটকটির নাম ‘বউ নিখোঁজ’।

ইভ্যালি নিবেদিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়া সহ আরো অনেকে।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন দীপু হাজরা, প্রযোজনা করেছে জহিরুল ইসলাম সোহেল।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ঈদের ৬ষ্ঠ দিন শনিবার দুপুর ১২ টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

(ওএস/এসপি/মে ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test