E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব

২০১৪ মার্চ ১২ ১২:৩৬:৩২
১০ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক, ঢাকা : ‘নারীর চোখে চলচ্চিত্র’ স্লোগান নিয়ে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ১০ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। উৎসবে ১৬টি দেশের নারী নির্মাতাদের তৈরি ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১০ মার্চ বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উদ্বোধনী দিনে বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী নির্মিত ‘উত্তরের সুর’ এবং পোল্যান্ডের মার্থা প্রাসের ‘অ্যান্ড নাথিং অ্যারাউন্ড’ চলচ্চিত্র দু’টি প্রদর্শিত হবে।

এ আয়োজনে উৎসবকেন্দ্র হিসেবে থাকছে শাহবাগের জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তন। ১১ ও ১২ মার্চ সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৫টায় উৎসব কেন্দ্রদুটিতে দেশ-বিদেশের নারী নির্মাতার তৈরি বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রদর্শনীগুলো সকলের জন্য উম্মুক্ত থাকবে। বাংলাদেশের প্রথম নারী নির্মাতা রেবেকা-কে উৎসবটি উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী দিনে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে দেশের ৬ শীর্ষ নারী চলচ্চিত্র নির্মাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। নারী নির্মাতারা হলেন শাহনেওয়াজ কাকলী, শামীম আখতার, কোহিনূর আক্তার সুচন্দা, নার্গিস আক্তার, আফিয়া পারভিন মৌসুমী ও সামিয়া জামান। চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, তাইওয়ান, গ্রিস, জর্দান, কেনিয়া ও পোল্যান্ডের নারী নির্মাতার তৈরি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test