E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফিরছেন শাহরুখ খান, নায়িকা দীপিকা

২০২০ আগস্ট ০৮ ১৭:৩৪:৩০
ফিরছেন শাহরুখ খান, নায়িকা দীপিকা

বিনোদন ডেস্ক : অবশেষে অপেক্ষার বুঝি অবসান হতে চললো। বেশ লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরতে চলছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মহামারির এই সময়ে বলিউড যখন প্রিয় তারকাদের করোনার সংবাদ ছাপাতে ব্যস্ত, ঠিক তখনই এলো কিং খানের সিনেমায় ফেরার খবর।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। শুধু তাই নয় এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামাসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বক্স অফিসের নতুন একটি ধামাকা নিয়ে আসছে শাহরুখ খান। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চিত্রনাট্য প্রস্তুত। করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে অক্টোবরেই শুরু হতে পারে সিনেমার কাজ।

শাহরুখ খান এরই মধ্যে ‘পাঠান’ সিনেমার চুক্তিপত্রে সই করেছেন বলে দাবি করলেও এখনো এই সিনেমা প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই খবরটিকে অনেকেই কড়া গুঞ্জন বলে দাবি করছেন। এর আগেও বেশ কয়েকবার এমন গুঞ্জন শোনা গেছে শাহরুখের প্রত্যাবর্তনের।

বলিউডে শাহরুখ-দীপিকা জুটির প্রথম আত্মপ্রকাশ ২০০৭ সালে অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। এরপর ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’- এর মতো দর্শক জনপ্রিয় সিনেমাও উপহার দিয়েছে এই জুটি।

এদিক পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’- এর মত সফল সিনেমা উপহার দিয়েছেন।

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test