E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাচ নিয়ে আসছেন শখ

২০২০ অক্টোবর ২৫ ১৮:১০:১৩
নাচ নিয়ে আসছেন শখ

বিনোদন ডেস্ক : একটা সময় টিভি খুললেই দেখা মিলতো যে শখের সময়ের স্রোতে সেই তিনি এখন অনেকটাই উধাও। তবে শখ ভক্তদের জন্য সুখবর, নাচ নিয়ে ফিরে আসছেন তিনি দর্শকের সামনে। শারদীয় দুর্গা পূজার বিশেষ আয়োজনে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’। এখানে নৃত্য পরিবেশন করবেন শখ।

অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে শখ ছাড়াও নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী সোহেল রহমান, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্য সহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ।

নাচের এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ২৬ অক্টোবর সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাসুদ মিয়া।

প্রসঙ্গত, শখের মিডিয়া যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘স্বাক্ষর’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান তিনি। তারপর লম্বা বিরতির পর ২০০২ সালে ‘অদ্ভুতুরে’ নামক একটি ধারাবাহিকের মাধ্যমে প্রত্যাবর্তন করেন তিনি। তবে শখ রাতারাতি আলোচনায় উঠে আসেন মূলত বাংলালিংক দেশ বিজ্ঞাপনের মাধ্যমে। এক বিজ্ঞাপনের মাধ্যেমেই তারকা বনে যান শখ। এরপরের গল্পটা আরও সুন্দর।

বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়ার পর শখের ‘এফএনএফ’ নামের একটি নাটকে পরিচালক রেদওয়ান রনি তাকে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনয়ে রাজি হয়ে যান তিনি। এরপর ‘ফিফটি ফিফটি’, ‘দিবা রাত্রি খোলা থেকো’, ‘রং’, এবং ‘কলেজ’ নামে কয়েকটি নাটকে অভিনয় করে কোটি ভক্তের হৃদয়ে জায়গা নেন।

কাজ করেছেন দুটি চলচ্চিত্রেও। সর্বপ্রথম তিনি এম বি মানিকের নির্দেশনায় ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর তিনি সানিয়াৎ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন মডেল-অভিনেতা নিলয়।

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test