E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বাপ্পির টানে গভীর রাতে ঘরের বাইরে অপু বিশ্বাস

২০২০ নভেম্বর ১৯ ১৬:২৩:১৩
বাপ্পির টানে গভীর রাতে ঘরের বাইরে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস জুটি বাঁধেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায়। সেই ছবির শুটিং চলাকালীন ছড়িয়ে পড়ে এই দুই তারকার প্রেমের গুজব। এমনও শোনা যায় বিয়ে করতে যাচ্ছেন তারা। তবে বাপ্পি এবং অপু দুজনই বেশ মজা পেয়ে হেসেই উড়িয়ে দিয়েছিলেন বাতাসে ওড়া তাদের সম্পর্কের গুঞ্জনটি।

ছবিটি এখনো রয়েছে মুক্তির অপেক্ষায়।

এদিকে নতুন করে আবারও একটি সিনেমায় জুটি হলেন বাপ্পি-অপু। এর নাম ‘প্রিয় কমলা’। সিনেমাটি নির্মাণ করছেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার শুটিং চলছে গাজীপুরের পূবাইলে। ছবির নায়ক-নায়িকাকে নিয়ে ১৮ নভেম্বর থেকে চালু হয়েছে ‘প্রিয় কমলা’র ক্যামেরা। টানা কয়েক দিন এখানে কাজ চলবে বলে জানান পরিচালক।

এদিকে প্রথমদিনের শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন জয়, একটি ভিডিও পোস্ট করে। সেখানে রোমান্টিক একটি দৃশ্যে দেখা গেল বাপ্পি-অপুকে। রাতের আঁধারে বাঁশবাগানে চুপি চুপি দুজনে দেখা করতে এসেছেন। অপুর হাতে কুপি বাতি ও একপ্লেট খাবার। সেখানে আছে ভাত ও নারিকেলের নাড়ু।

ভিডিওটি দেখে বোঝা গেল, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে প্রেমিক বাপ্পির সঙ্গে দেখা করতে এসেছেন অপু। দুজনে যখন প্রেমালাপে মত্ত ডাক আসে অপুর বাড়ি থেকে। তিনি চলে যান। যাওয়ার সময় বাপ্পিকে বলেন, ‘নারিকেলের নাড়ু তোমার জন্য বানাইছি, খায়া নিও।’ বাপ্পি বলে ওঠেন, ‘কাল কিন্তু আমি রুই মাছের মাথা দিয়া ঝাল ঝোল খাবো।’

পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘এটি ‘প্রিয় কমলা’ সিনেমার একটি রোমান্টিক দৃশ্য। প্রথম দিনের অভিজ্ঞতা খুবই ভালো। পুরো টিম পরিশ্রম করছে একটি ভালো কাজের জন্য। বাপ্পি-অপুও ভালো চেষ্টা করছেন। আশা করছি দর্শক উপভোগ করেন এমন একটি সিনেমা উপহার দিতে পারবো আমরা।’

নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘এটি ইমপ্রেসের সিনেমা। ইউনিক একটি গল্প। চ্যানেল আই-ইমপ্রেস আমার কাছে, প্রায় সব শিল্পীর কাছেই পরিবারের মতো। এখানে কাজ করতে গিয়ে সবসময়ই ভালো অভিজ্ঞতা হয়। আর পরিচালক জয় ভাই আমার পছন্দের একজন মানুষ। তার সঙ্গে কাজ করা, অপু বিশ্বাসের সঙ্গে আবার জুটি হয়ে কাজ করা সব মিলিয়ে দারুণ লাগছে।’

চলতি বছর মুক্তি দেওয়ার পরিকল্পনায় এগিয়ে চলছে ‘প্রিয় কমলা’ সিনেমার শুটিং।

(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test