E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রওনকের লেখা নাটকে মীর সাব্বির-শশী

২০১৪ আগস্ট ২২ ১০:৫৮:১৯
রওনকের লেখা নাটকে মীর সাব্বির-শশী

বিনোদন ডেস্ক : চার বছর পর নতুন কোনো ধারাবাহিক নাটক লিখলেন অভিনেতা রওনক হাসান। নতুন এই ধারাবাহিকের নাম ‘আকাশ চুরি’। নাটকের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রওনকের। এটি নির্দেশনা দিচ্ছেন মুহাম্মাদ আশিকুর রহমান। এর আগে তিনি বেশ কিছু খণ্ড নাটক নির্মাণ করলেও ‘আকাশ চুরি’ই হচ্ছে তার নির্দেশিত প্রথম ধারাবাহিক নাটক। মানুষের জীবনের নানান ঘাত প্রতিঘাত, ঘটনা-দুর্ঘটনা, স্বপ্ন-স্বপ্ন ভাঙা, আশা-ভালোবাসা নিয়েই নাটকের গল্প আবর্তিত।

রওনকের লেখা এই নাটকে রওনক নিজে যেমন অভিনয় করছেন ঠিক তেমনি অভিনয় করছেন মীর সাব্বির এবং শারমীন জোহা শশীসহ আরও অনেকে। রওনক-শশী কিংবা মীর সাব্বির-শশী অনেক নাটকে অভিনয় করলেও তিনজন এবারই প্রথম ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করছেন। সব মিলিয়ে কেমন লাগছে? জবাবে নাটকের রচয়িতা এবং অভিনেতা রওনক হাসান বলেন, ‘পরিচালক মুহাম্মাদ আশিকুর রহমান আমার অত্যন্ত স্নেহভাজন একজন পরিচালক। মূলত তার আগ্রহেই আমি চার বছর পর ধারাবাহিক নাটক লিখলাম। কারণ অভিনয়ে অনেক বেশি সময় দেবার পর আসলে লেখালেখিতে মনোযোগ দেয়া কঠিনই বৈকি। মীর সাব্বির কিংবা শশী দুজনই দর্শকের কাছে প্রমাণিত শিল্পী। কাজের প্রতি তারা খুব সিরিয়াস বলেই আমরা তাদের দুজন ছাড়াও এমন কিছু শিল্পী নির্বাচন করেছি যাদের নিয়ে আমরা একটি টিমওয়ার্ক তৈরি করতে পারি অনায়াসে।’ মীর সাব্বির বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি বলা যায় মাস্তান টাইপের। আমি ভীষণ উপভোগ করছি চরিত্রটি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ শশী বলেন, ‘যেহেতু নাটকের রচয়িতা রওনক হাসান তাই তিনি অন্যান্য নাটকের সেটের চেয়ে এই নাটকের সেট-এ একটু বেশিই সিরিয়াস। আর মীর সাব্বির অল টাইম হাসি খুশি একজন শিল্পমনা মানুষ। দুজনের সঙ্গে একসঙ্গে নাটকের কাজ ভালো লাগছে।’

বর্তমানে উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং চলছে। খুব শীঘ্রই নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান নির্দেশক মুহাম্মাদ আশিকুর রহমান। রওনক হাসান রচিত প্রথম প্রচারিত নাটক ছিল ‘বয়স যখন একুশ’। এটি নির্মাণ করেছিলেন সাইফুল ইসলাম মান্নু ও তাহের শিপন। সর্বশেষ রওনক হাসান ২০১০ সালে ‘আমার বউ সব জানে’ ধারাবাহিক নাটকটি রচনা করেছিলেন। এটি পরিচালনা করেছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এদিকে আরটিভিতে মীর সাব্বির নির্দেশিত ‘নোয়াশাল’ ধারাবাহিক নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। মীর সাব্বির ও শশী সর্বশেষ গত ঈদে সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘পায়েল’ নাটকে অভিনয় করেছিলেন। রওনকের সঙ্গে শশী প্রথম অভিনয় করেন কাওনাইন সৌরভের ‘হৈমন্তী’ নাটকে। সৈয়দ আওলাদ নির্দেশিত ‘কুলে প্রেম আমি বেনুজলে’ নাটকে মীর সাব্বির ও শশীকে দর্শক প্রথম একসঙ্গে নাটকে দেখেন।

(ওএস/এইচআর/আগস্ট ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test