E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনুদানের ছবির সংগীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ

২০১৪ আগস্ট ২৩ ১০:২৮:৪৮
অনুদানের ছবির সংগীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক : গত জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের শুরু পর্যন্ত দেশের বাইরেই বেশিরভাগ সময় কাটিয়েছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিত্। এই সময়ে তিনি বিভিন্ন দেশে স্টেজ শোর পাশাপাশি সপরিবারে ঘুরেও বেড়িয়েছেন। চলতি মাসের ১০ তারিখ দেশে ফিরে নিজের পেশাগত কাজে আবারও মনোযোগী হয়ে উঠেছেন তিনি। কুমার বিশ্বজিত্ দ্বিতীয়বারের মতো একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন। এর আগে বাণিজ্যিক ছবির সংগীত পরিচালনা করলেও এবারই প্রথম তিনি সরকারি অনুদানের ছবির সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন। ছবির নাম ‘সুতপার ঠিকানা’। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন প্রসূণ রহমান। ছবিতে মোট গান থাকবে ছয়টি যার মধ্যে দুটি থাকবে সংগ্রহ আর বাকি মৌলিক চারটি গান লিখেছেন ছবির পরিচালক প্রসূণ রহমান নিজেই। ‘সুতপার ঠিকানা’ ছবিটি মূলত মেয়েদের জন্মলগ্ন থেকে শেষ বয়স পর্যন্ত ধাপগুলোর গল্প। কুমার বিশ্বজিত্ জানান ছবিতে সামিনা চৌধুরী, ন্যান্সিসহ আরও বেশ কজন গান গাইবেন।

সরকারি অনুদানের ছবির সংগীত পরিচালনা প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘যেহেতু নারীদের জীবন প্রবাহর ওপর ভিত্তি করে ছবিটির গল্প এগিয়ে যাবে তাই সিচুয়েশনাল গানই আমাকে করতে হবে। মূলত আশির দশকের পটভূমি নিয়ে শাশ্বত বাংলা গান, সত্যিকারের বাংলা করারই চেষ্টা করছি। আমি ভীষণ কৃতজ্ঞ পরিচালক প্রসূণ রহমানের কাছে যে তিনি অনেকের মধ্য থেকে আমাকে অনেক ভালো এবং অনেক বড় একটি কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।’ কুমার বিশ্বজিত্ জানান ছবির গানের সব কাজে তাকে সহযোগিতা করবেন শিল্পী কিশোর। সেপ্টেম্বরের মধ্যেই সব গানের কাজ শেষ করবেন কুমার বিশ্বজিত্। তিনি প্রথম কোনো ছবির সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পিএ কাজল পরিচালিত ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ ছবির। ২০১০ সালে তিনি এই ছবিতে কাজ করার জন্য শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক এবং শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার সর্বশেষ একক অ্যালবাম ‘প্রিয় অনুভব’ শ্রোতাদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

(ওএস/এইচআর/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test