E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাষী নজরুল ইসলামের দুই চলচ্চিত্র

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১১:৪৯:২০
চাষী নজরুল ইসলামের দুই চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম অসুস্থ। তার অসুস্থতাজনিত কারণেই মূলত আটকে আছে তার নির্দেশনায় নির্মিত দুটি ছবির কাজ। ছবি দুটি হচ্ছে ‘ভুল যদি হয়’ এবং ‘অন্তরঙ্গ’। ‘ভুল যদি হয়’ ছবির গল্প পরিচালকের নিজেরই। অন্যদিকে ‘অন্তরঙ্গ’ ছবির গল্প রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। ‘ভুল যদি হয়’ ছবিতে অভিনয় করেছেন ইমন, সম্রাট, আলিশা প্রধান ও দোলা মন। অন্যদিকে ‘অন্তরঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন ইমন, আলিশা প্রধান, অমিত হাসান, অরুণা বিশ্বাস প্রমুখ। ‘ভুল যদি হয়’ ছবির সব কাজ শেষ। শুধু আলিশার ডাবিংয়ের কাজ বাকি। অন্যদিকে ‘অন্তরঙ্গ’ ছবিটি আর কয়েক দিন শুটিং করলেই এর কাজ শেষ হয়ে যাবে।

দুটি ছবি নিয়ে চাষী নজরুল ইসলাম বলেন, ‘ভুল যদি হয়’ সম্পূর্ণ রোমান্টিক ঘরানার ছবি। অন্যদিকে অন্তরঙ্গ অ্যাকশন ছবি। দুটি ছবির গল্প স্বাভাবিভাবেই দুই রকম। যথেষ্ট আন্তরিকতা নিয়ে ছবি দুটি নির্মাণ করেছি। যারা পারফর্ম করেছেন ছবিতে তারা প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আশা করি দর্শকরা দুটি ছবি দেখতেই হলমুখী হবেন। এই আত্মবিশ্বাস আমার আছে।’

‘ভুল যদি হয়’ ছবির সংগীত পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান এবং ‘অন্তরঙ্গ’ ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চাষী নজরুল ইসলাম এমনই একজন ভাগ্যবান পরিচালক যিনি একই ছবি জীবদ্দশায় দু’বার নির্মাণ করতে পেরেছেন। তিনি বুলবুল আহমেদ, কবরী, আনোয়ারা ও রহমানকে নিয়ে ১৯৮২ সালে নির্মাণ করেছিলেন ‘দেবদাস’। আবার শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী ও শহীদুজ্জামান সেলিমকে নিয়ে নির্মাণ করেছেন ‘দেবদাস’—যা ২০১৩ সালে মুক্তি পায়। ২০০৪ সালে চাষী নজরুল ইসলাম একুশে পদকে ভূষিত হন। ১৯৮৬ সালে তিনি ‘শুভদা’ নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ছবি নির্মাণের জন্য একই সম্মাননা অর্জন করেন। চাষী নজরুল ইসলাম নির্দেশিত প্রথম চলচ্চিত্র মাসুদ পারভেজ প্রযোজিত ‘ওরা এগারো জন’।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test