E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভাই’-এ তারিক আনাম, অর্ষা ও সজল

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১১:৫১:২১
‘ভাই’-এ তারিক আনাম, অর্ষা ও সজল

বিনোদন ডেস্ক : মণি ও রাজা দুই ভাই। বড় ভাই মণি একজন গডফাদার। তার ছোট ভাই রাজা তারই হয়ে সমাজে নানা সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ঘটনাক্রমে দুই ভাইয়ের সঙ্গে পরিচয় হয় চিত্রনায়িকা নির্ঝরের। একসময় বড় ভাই চিত্রনায়িকাকে বিয়ে করতে চায়। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ছোট ভাই রাজা। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। ফিল্ম ঘরানার এক গল্প নিয়ে মাতিয়া বানু শুকুর রচনা ও রুমান রুনির নির্দেশনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ভাই’। এতে প্রধান চরিত্রে অর্থাত্ ‘ভাই’ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি বলেন, ‘এতে আমি একজন মন্দ লোকের চরিত্রে অভিনয় করেছি। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। রুমান রুনি বেশ চৌকস একজন নির্মাতা। শুটিং চলাকালীনই বেশকিছু ফুটেজ দেখেছি আমি। আমার নিজেরই অনেক ভালো লেগেছে। দর্শকের ভালো লাগবে—এটা নিশ্চিত বলতে পারি।’

‘ভাই’ টেলিফিল্মে তারিক আনাম খানের ছোট ভাই রাজা চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের ব্যস্ত অভিনেতা সজল। সজল বলেন, ‘আমার গেটআপ দেখেই দর্শক বুঝতে পারবেন যে, এই টেলিফিল্মে আমি একটু ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রটি যদিও নেগেটিভ, তারপরও দর্শকের ভালো লাগবে। রুমান রুনির ‘চিত্রাঙ্গদা’ টেলিফিল্মে আমি কাজ করেছিলাম। তিনি অনেক যত্ন নিয়ে কাজ করেন। ‘ভাই’ দর্শকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেই আমি মনে করি।’

এই টেলিফিল্মে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা নাজিয়া হক অর্ষা। অর্ষা বলেন, ‘এই সময়ে আমি খুব কম কাজ করছি। গল্প ভালো না হলে কাজ করছিই না বলা চলে। মাতিয়া বানু শুকু আপার লেখা এই টেলিফিল্মের গল্প অনেক ভালো লেগেছে। তাই কাজটি করেছি। আমি ভীষণ উপভোগ করেছি।’

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ভাই’ টেলিফিল্মটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে তারিক আনাম খান এই মুহূর্তে লন্ডনে আছেন। সেখানে তিনি তানিয়া আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গুডমর্নিং লন্ডন’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে শুটিং শেষ করে তিনি চলতি মাসের মাঝামাঝিতে দেশে ফিরবেন।

এদিকে সজল এরই মধ্যে সুজানা ও মেহজাবিনের সঙ্গে শেষ করেছেন মোহন খানের নির্দেশনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মেঘবালিকার গল্প’। শেষ হয়েছে সজল অভিনীত চলচ্চিত্র ‘রানআউট’-এর কাজ। এতে তার বিপরীতে আছেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। অর্ষা অভিনীত সেতু আরিফ পরিচালিত ‘দূরবীণ দূরত্ব সময়’ নাটকটি এনটিভিতে প্রচার হয় গত ২৪ আগস্ট। এতে অর্ষার অভিনয় বেশ প্রশংসিত হয়। নাটকে তার সহশিল্পী হিসেবে ছিলেন আজাদ আবুল কালাম ও অপর্ণা।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test