E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ থেকে ‘সালমান শাহ স্মরণ উত্সব-২০১৪’

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১০:০০:১৫
আজ থেকে ‘সালমান শাহ স্মরণ উত্সব-২০১৪’

বিনোদন ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে প্রাণআপ নিবেদিত ‘সালমান শাহ স্মরণ উত্সব-২০১৪’। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সালমান শাহকে নিয়ে প্রথমবারের মতো এই স্মরণ উত্সব। শনিবার বেলা ১১-৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

স্মরণ উত্সব উদ্বোধন করবেন সালমান শাহর প্রথম ছবির নায়িকা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন চলচ্চিত্রে সালমান শাহর আবিষ্কারক স্বনামধন্য চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান। ঢুলি কমিউনিকেশনসের আয়োজনে প্রাণআপ নিবেদিত এই স্মরণ উত্সবকে স্বাগত জানাতে তারকা অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ওমর সানী, আমিন খান, ফেরদৌস, কণ্ঠশিল্পী আগুন, আসিফ আকবর, চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষাসহ পারফর্মিং মিডিয়ার সর্বস্তরের শিল্পী-কুশলীরা।

আয়োজক প্রতিষ্ঠান ঢুলি কমিউনিকেশনস জানায়, মৃত্যুকে শোক নয় বরং সালমানের সৃজন উত্কর্ষকে অনুপ্রেরণায় পরিণত করতেই তাদের এ আয়োজন। এ উত্সব আয়োজনের মধ্য দিয়ে ঢুলি চায় প্রজন্ম থেকে প্রজন্মে সালমান শাহর চিত্রশৈলী ছড়িয়ে দিতে।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে আরও জানা যায়, শনিবার থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ বলাকা সিনেওয়ার্ল্ডে চলবে এ উত্সব। প্রতিদিন একটি করে সালমান শাহর মোট ছয়টি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সেই তালিকায় শনিবার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে ‘কেয়ামত থেকে কেয়ামত’। ৭ সেপ্টেম্বর ‘স্বপ্নের ঠিকানা’, ৮ সেপ্টেম্বর ‘সুজনসখি’, ৯ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’, ১০ সেপ্টেম্বর ‘তুমি আমার’ এবং সমাপনী দিন ১১ সেপ্টেম্বর প্রদর্শন হবে ‘সত্যের মৃত্যু নেই’। প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর ২০১৪ আধুনিক বাংলা চলচ্চিত্রের বিস্ময় পুরুষ সালমান শাহর প্রয়াণের দেড় যুগ অতিবাহিত হচ্ছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test