E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

এবার সিনেমায় অঞ্জন দত্তের বেলা বোস

২০২১ জুলাই ৩১ ১৭:৪৪:২৭
এবার সিনেমায় অঞ্জন দত্তের বেলা বোস

বিনোদন ডেস্ক : কলকাতার বরেণ্য গায়ক অঞ্জন দত্তের বিখ্যাত চরিত্র বেলা বোস। গানে গানে বেলা বোসের প্রেমে পড়েছেন এমন শ্রোতার সংখ্যা কম নয়৷ অঞ্জন দত্তের সেই মানসপ্রিয়াকে নিয়ে এবার সিনেমা তৈরি হতে যাচ্ছে। খবরটি বেশ চমক দিয়েছে কলকাতার সিনেমাপ্রেমীদের।

২০১১-র ২৪ জুন মুক্তি পেয়েছিল অঞ্জন দত্তের ছবি ‘রঞ্জনা আমি আর আসব না’। এই ছবির হাত ধরেই গায়ক অঞ্জনের গানের আরেক নায়িকা ‘রঞ্জনা’ জীবন্ত হয়েছিল দর্শকদের সামনে। চলতি বছর সেই উন্মাদনার ১০ বছর।

সেই উপলক্ষেই ২৯ জুলাই আনন্দবাজার অনলাইনকে দেয়া ছবিটির প্রযোজক রানা সরকার জানিয়েছেন, ‘রঞ্জনা’-র ১০ বছরের উদযাপনে আবার এক সঙ্গে হচ্ছেন অঞ্জন-রানা। তাদের হাত ধরে এবার সামনে আসবেন বেলা বোস। ছবির নাম ‘বেলা বোসের জন্য’।

রানার কথায়, 'অঞ্জন দত্তের রঞ্জনা, বেলা বোস, ম্যারিয়ানকে নিয়ে সাধারণ মানুষ বরাবর কৌতূহলী। সেই কৌতূহল মেটাতেই এই আয়োজন। এখনও পর্যন্ত শুধু বিষয় বাছা হয়েছে। অঞ্জনদা চিত্রনাট্য লেখা শেষ করেছেন মাত্র।'

অঞ্জনের ‘রঞ্জনা’-কে জীবন্ত করেছিলেন পার্নো। বেলা বোসকে কে ফুটিয়ে তুলবেন? প্রযোজকের দাবি, এখনও সে সব ঠিক হয়নি। পার্নোও থাকতে পারেন। অন্য কেউ আসতে পারেন।

বেলা বোসের নায়ক, যিনি বারবার ফোনে ডাক পাঠান, তিনি কে হবেন? প্রযোজকের কথা অনুযায়ী, আগের ছবির মতো এই ছবিতেও নায়ক নাও থাকতে পারেন। তবে অঞ্জন দত্ত থাকবেন।

ছবির গানের দায়িত্বে এবারেও অঞ্জনের পুত্র নীল দত্ত। নতুন গানের পাশাপাশি পুরনো গানও ব্যবহার করা হবে। তবে নতুন গান কারা গাইবেন এখনও ঠিক হয়নি। ছবির শুটিং হবে উত্তরবঙ্গে।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test