E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে ৩ দিনের ভাওয়াইয়া উৎসব শুরু

২০১৪ সেপ্টেম্বর ১১ ১৮:৫০:৩৩
রংপুরে ৩ দিনের ভাওয়াইয়া উৎসব শুরু

বিনোদন ডেস্ক : ভাওয়াইয়া গানের প্রসার ও মানোন্নয়নে রংপুরের শুরু হয়েছে তিন দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের আয়োজন ও মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ উৎসব শুরু হয়।

রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শিল্পীদের খ্যাতিমান শিল্পীরা প্রথম দিন সংগীত পরিবেশন করবেন।

এ উপলক্ষে বিকেলে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়।

র‌্যালির উদ্বোধন করেন শিল্পী, সুরকার, গীতিকার ও ভাওয়াইয়া গবেষক মোহাম্মদ সিরাজ উদ্দিন। ৠালি শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুল হক, রংপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য বিপ্লব প্রসাদ, সম্মিলিত সাংস্কৃতি জোট রংপুরের সভাপতি সাখাওয়াত রাঙ্গা, বাংলালিংক বগুড়ার রিজিওনাল অফিসার মাহাবুব আলম প্রমুখ।

ভাওয়াইয়া উৎসবে রংপুর বিভাগের ৮ জেলার ৩ শতাধিক শিল্পী অংশ নেবেন বলে আয়োজকরা জানান।

(ওএস/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test