E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশুদের নিয়ে বিটিভির নতুন ধারাবাহিক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’

২০২১ অক্টোবর ০২ ১৩:০৬:২০
শিশুদের নিয়ে বিটিভির নতুন ধারাবাহিক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’

বিনোদন ডেস্ক : এবার শিশুদের জন্য ধারাবাহিক নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন। প্রতি শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ১৩ পর্বের এই ধারাবাহিকটি প্রচারের কথা রয়েছে।

এম আসলাম লিটনের রচনায় “বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি” নামে ধারাবাহিকটি প্রযোজনা করেছেন এরশাদ হোসেন।

নাটকটি প্রসঙ্গে প্রযোজক জানান, লেখিকা পাপড়ি তরফদার ও বাংলার অধ্যাপক রায়হান তরফদার। তাদের দুই সন্তান মিতু আর টিটু। একজন অষ্টম ও অন্যজন সপ্তম শ্রেষির শিক্ষার্থী। দুই সন্তানই মেধাবী ও বুদ্ধিদীপ্ত। ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। সব গোয়েন্দা গল্প তাদের মুখস্ত। নিজেরাও গোয়েন্দাগিরি করে স্কুলের বন্ধুদের অনেক সমস্যার সমাধান করেছে। তাদের এই গুণের কথা পাড়ার সকলের জানা।

একসময় লেখিকা মা নামী প্রকাশনী থেকে কিশোর গল্প লেখার প্রস্তাব পান। কিন্তু ঠিক কী লিখবেন বুঝতে পারেন না। সন্তানদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দা গল্প লেখার। মিতু আর টিটু যেসব কেস সমাধান করবে মা সেই গল্পই সাহিত্যের মাধুরী দিয়ে লিখে ফেলবেন।

দিলারা জামান, ফারজানা ছবি, কবির আহমেদ, নুসরাত জাহান নদী, ইশরাক তূর্য, সামিন ইযাসার নীল, আনভিতা, আলভীকে দেখা যাবে নাটকটির বিভিন্ন চরিত্রে।


(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test