E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন করে দীপালি

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১২:০০:১২
নতুন করে দীপালি

বিনোদন ডেস্ক : ২০০৭ থেকে ২০১১। সেরা নির্মাতাদের সঙ্গে টানা চার বছরে প্রায় ৪০টি নাটকে অভিনয় করেছেন। এর পর একেবারেই ফুল স্টপ। ছোট পর্দায় নিয়মিত থাকলে এতদিনে ড্রইংরুম মিডিয়ায় মজবুত ভিত্তি তৈরি করতে পারতেন, এটা হলফ করে বলা যায়। না। সেভাবে নিজেকে দেখতে চাননি তিনি। চেয়েছেন ছোট পর্দাটাকে স্কুল বানিয়ে বড় পর্দাটাকে শাসন করতে। সেই ইচ্ছের লাগাম ধরেই ধীরে ধীরে এগুচ্ছেন অভীষ্ট লক্ষ্যে। প্রসঙ্গ সময়ের আলোচিত নবাগতা দীপালি।

২০১২ সালে আহমেদ আজিম টিটোর ‘পায়রা’ দিয়ে হাতেখড়ি বড় পর্দায়। ছবিটির শুটিং শেষ অনেক আগে। প্রায় এক বছর ধরে আটকে আছে পোস্ট প্রোডাকশনে। এই ছবিতে ইমনের বিপরীতে দারুণ একটা রিসিপশন হলেও হতে পারত দীপালির। হলো না। দীপালির ভাষায়, আসলে শেষ বলে কিছু নেই। ‘পায়রা’ ছিল আমার ড্রিম প্রজেক্ট। এই ছবিটির জন্য আমি জীবন বাজি রেখে ছুটেছি টানা দুটি বছর। হলো না। তবুও আমি হাল ছাড়িনি। ছবির জন্য নাটক ছেড়েছি, হাল ছাড়ার প্রশ্নই আসে না। বেশ আত্মবিশ্বাসী দীপালি। যে আত্মবিশ্বাসের প্রতিধ্বনি মিলেছে শেষ ছ’মাসে। পর পর দুটি বড় চমক দিয়ে দেশীয় ফিল্মি বাজারের চোখ ছানাবড়া করে দিয়েছেন দীপালি। যার প্রথম চমক ছিল জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের ‘ব্যাকমেইল’ দিয়ে। ‘ব্যাকমেইল’ চমক না ফুরাতেই একই পরিচালকের ‘মন দিওয়ানা’য় চুক্তিবদ্ধ হয়ে গলায় শুকনো কাশি ধরিয়ে দিলেন ঢালিউডের সমসাময়িক অন্য নায়িকাদের। কারণ ‘মন দিওয়ানা’তে দীপালির নায়ক হয়ে আসছেন কলকাতার জনপ্রিয় নায়ক হিরণ। দীপালি বলেন, এটা ঠিক পায়রা’র অনিশ্চয়তার পর ‘ব্যাকমেইল’ ছিল আমার জন্য পায়ের তলায় কিছু মাটি খুঁজে পাওয়ার মতো। আর মাটি খুঁজে পেতে না পেতেই ‘মন দিওয়ানা’ আমাকে এনে দিল স্বাধীন একটা ভুখণ্ড। যেখানে আমার জমে রাখা সব স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা চালাতে পারি অনায়াসে। শুটিংয়ে যাওয়ার আগে সেই প্রস্তুতিই নিচ্ছি এখন। দীপালি জানান, ‘মন দিওয়ানা’র শুটিংয়ের জন্য ২০ সেপ্টেম্বর উড়াল দেবেন ভারতে। একই শুটিং ইউনিট নিয়ে অক্টোবরে ফিরবেন ঢাকায়। ঢাকাতেও বেশ লম্বা শুটিং হবে হিরণের সঙ্গে। পুরোটাই রোমান্টিক ছবি ‘মন দিওয়ানা’। অন্যদিকে ‘ব্যাকমেইল’ হলো অ্যাকশন-থ্রিলার। এরই মধ্যে শুটিং শেষ হওয়া ‘ব্ল্যাকমেইল’ মুক্তি পাচ্ছে ঈদের পরপরই। তারও মাস চারেক পর মুক্তি পাবে ‘মন দিওয়ানা’। আর এর মধ্যে ‘পায়রা’ মুক্ত হলে তো দীপালির অবস্থা পুরোটাই সোনায় সোহাগা। যাকে বলে হ্যাটট্রিক। দীপালি বলেন, তিনটি ছবিই তিন ধারার- আপাতত প্রশান্তি এটুকুই। আশা করছি তিনটিই মুক্তি পাবে কাছাকাছি সময়ে। মুক্তির কথা ভাবলে যেটুকু খুশি লাগে তার চেয়ে ভয়টা বেশি লাগে। হার্টবিট বেড়ে যায়। ভয়, মানুষ টিকিট কেটে আমাকে দেখবে তো!
(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test