E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিংশ শতাব্দী’-র ৬৩তম মঞ্চায়ন সোমবার

২০১৪ এপ্রিল ২৪ ১৬:৪৫:০৭
ত্রিংশ শতাব্দী’-র ৬৩তম মঞ্চায়ন সোমবার

নিউজ ডেস্ক : নাট্যসংগঠন স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র ৬৩তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমীর স্টুডিও থিয়েটার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাদল সরকার-এর মূলরচনা অবলম্বনে দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধীদের স্বরূপ এবং তাদের দুষ্কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট অনাচার-গণহত্যা-যুদ্ধের বিপরীতে মানুষ হিসেবে আমাদের বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার অভীষ্ট!

প্রসঙ্গত, স্বপ্নদল একযুগেরও বেশি সময় ধরে ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটির নিয়মিত প্রদর্শনীর মাধ্যমে শান্তির স্বপক্ষে ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ বিশ্বের একমাত্র নাট্যদল হিসেবে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে ’হিরোশিমা দিবস’ পালন করে আসছে।

‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার অভিনয়শিল্পীরা হলেন ফজলে রাব্বী সুকর্ন, হাসান রেজাউল, মাধূরী বেপারী সুমি, আমজাদ শরীফ, সামাদ ভূঞা, শিশির সিকদার, ফারজানা রহমান মিতা, সাইফুন্নেসা জেবু, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, জাহিদ রিপন প্রমুখ।


(এটি/এপ্রিল ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test