E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

বিয়ে করছেন মৌনী রায়

২০২১ নভেম্বর ৩০ ১৭:৩৫:৫৯
বিয়ে করছেন মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। একে একে বিয়ে করছেন তারকারা। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী মৌনী রায়। ২০০৪ সালে রান সিনেমা দিয়ে অভিষেক, এরপর গোল্ড, রোমিয়ো আকবর ওয়াল্টার, মেড ইন চায়না, লন্ডন কনফিডেনশিয়াল সিনেমায় অভিনয় করেন তিনি।

সম্প্রতি ‘দিল গালতি কার বেয়ঠা হ্যায়’ শিরোনামের মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে গায়ক জুবিন নাটিয়ালের সঙ্গে৷ তিন বাঙালি মেয়ে মৌনী রায়। বলিউডে এখন বেশ পরিচিত তিনি। এ অভিনেত্রীও বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। এ খবর অবশ্য পুরনো। নতুন খবর হলো বিয়ের তারিখ জানিয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ জানুয়ারি হতে চলেছে বিয়ের আয়োজন। বিয়ের স্পটও ঠিক ছিল আগে থেকে। মৌনী বিয়ে করবেন দুবাই বা ইটালিতে। তবে বৌভাতের অনুষ্ঠান হবে কোচবিহারে। কারণ সেখানেই থাকেন অভিনেত্রী ও তার পরিবার।

আর বর হলেন সুরুজ নাম্বিয়ার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করেন তিনি। গত লকডাউনের সময় দুবাইয়ে মৌনীর দীর্ঘ অবস্থানের সময় সম্পর্কে জড়ান দুজনে।

আগামীতে মৌনীকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র সিনেমায়। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট ও দক্ষিণী তারকা নাগার্জুন৷

(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৩ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test