E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মীমের ভালবাসার ভূত

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৫:৫৮:৩১
মীমের ভালবাসার ভূত

বিনোদন ডেস্ক : রেমিক ফারদিনের চাকরি না হওয়ায় প্রেমিকা সামান্তা জানায়, তার পক্ষে সম্পর্কটা আর চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। এমন কথায় ফারদিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। চার বছর ধরে ঘাড়ে চেপে থাকা ভালবাসার ভূত নড়েচড়ে বসে। কোনভাবেই সামান্তাকে সে বোঝাতে পারে না।

বন্ধু ইমরান তাকে বুদ্ধি দেয় একটা বিশেষ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সামান্তাকে খাওয়াতে। সেই রেস্টুরেন্টে যে-ই খেতে যায় তারই কোন না কোন বিশেষ ঘটনা ঘটে। কেউ লটারিতে টাকা পায়, কারও লেগে যায় ডিভি, কারও কারও ক্ষেত্রে আবার হীতে বিপরীত হয়। ভালবাসা বাঁচাতে ফারদিন সামান্তাকে প্রস্তাব দেয় সেই রেস্টুরেন্টে খেতে। সামান্তা বিরক্ত হয়। কারণ সে জানে, কোন কিছুতেই আর তাদের সম্পর্ক জোড়া লাগবে না। তাছাড়া এসব ভূত জাতীয় কুসংস্কারে বিশ্বাস করে না সে। তার পরও ফারদিনের চরম অনুনয়ে শেষবারের মতো যেতে রাজি হয় সামান্তা।

এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এমনই একটি নাটকে সম্প্রতি সামান্তা চরিত্রে অভিনয় করলেন বিদ্যা সিনহা মীম। নাটকের নাম ‘ভালবাসার ভূত’। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সজীব। নাটকে মীমের প্রেমিক ফারদিনের চরিত্রে দেখা যাবে সজলকে।

এটি ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে একুশে টেলিভিশনে। এরকম ভিন্নধর্মী কাহিনীর নাটকে এর আগে কাজ করা হয়নি মীমের। সেই ধারাবাহিকতায় নাটকটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে মীম বলেন, ‘ভালবাসার ভূত’ নামটির মধ্যেই কিন্তু মজা-সাসপেন্স লুকিয়ে আছে। কিন্তু নাটকে সত্যি সত্যি ভালবাসার ভূতটাকে দেখানো হবে। এই ভূত সহজে নামার নয়। আমার কাছে নাটকটির গল্পটি অনেক আলাদা মনে হয়েছে। এখানে আমার কো-আর্টিস্ট সজল ভাই। অনেক মজার মানুষ তিনি। শুটিংয়ের সময় অনেক মজা হয়েছে। আমার মনে হয় নাটকটি দর্শকদের ভাল লাগবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test