E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এফডিসিতে হিরো আলমের উপর হামলা

২০২২ জানুয়ারি ২৮ ১৫:৩৭:০৩
এফডিসিতে হিরো আলমের উপর হামলা

বিনোদন প্রতিবেদক : কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু চলছে। এ নির্বাচনে হিরো আলম ভোটার না হলেও নির্বাচন উপলক্ষে ঘুরতে এসেছেন এফডিসিতে। কিন্তু তাকে এফডিসিতে ঢুকতে দেয়নি পুলিশ। 

জানা গেছে, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখতে এসেন হিরো আলম। এ সময় সাধারণ দর্শকদের নজরে পড়ে হিরো আলম। এক পর্যায়ে সে ফটোশুটে আটকা পড়েন। দর্শকদের ফটোশুটের কারণে তিনি আহত হন। এসময় ভক্তদের ভিড় থেকে হিরো আলমকে রক্ষা করতে পুলিশ লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে।

হিরো আলম অভিযোগ করে বলেছেন, এফডিসিতে আমার উপর হামলা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র এফডিসি এলাকা পুলিশ আমাকে বের করে দিয়েছে।এদিকে সকাল থেকেই কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

(এম/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test