E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য নারীদের নুসরাতের পরামর্শ

২০২২ জুন ০৫ ১৭:০৪:৪০
নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য নারীদের নুসরাতের পরামর্শ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচ্চা। বলি পারায় তার যাত্রা বেশি দিনের নয়। অভিনয়ের জাদু দিয়ে বাজিমাৎ করেছেন ভক্তদের। তার ঝুলিতে রয়েছে ব্যবসা সফল সিনেমা ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’ ছবিগুলো।

২০২১ সালে তিনি নেটফ্লিক্সে ‘আজিব দাস্তান্স’ এবং একটি হরর সিনেমাতেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

সম্প্রতি ভাইরাল হয়েছে তার এক ভিডিও বার্তা। সেখানে তিনি নারীদের পরামর্শ দিয়েছেন সঙ্গে সবসময় কনডম ব্যবহার করতে।

সম্প্রতি একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে কনডম ব্যবহার করা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। নুসরাত বলেন, ‘একজন পুরুষ যদি একবারের জন্যও কনডম ব্যবহার না করেন তবে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু তার কারণে মেয়েটি গর্ভবতী হলে মেয়েদের শরীরে ব্যাপক হরমোনগত পরিবর্তন আসে। অবশ্যই গর্ভপাত একটি বিকল্প পথ কিন্তু এটি সবসময় স্বাস্থ্যকর না।

গর্ভপাতের কারণে একজন মহিলার মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। সুতরাং একজন ছেলে যদি কনডম কিনতে না চায় যেমন আমরা মেয়েরা স্যানিটারি প্যাড বহন করি তেমনি আমাদের কনডমও বহন করা উচিত। কারণ এটি আমাদের নিরাপত্তার বিষয়। আমাদের নিরাপত্তা আমাদেরই নিতে হবে।’

নুসরাতের আসন্ন সিনেমা ‘জানহিত মে জারি’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

(ওএস/এসপি/জুন ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test