E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নয় বছর পর ছোটপর্দায় রিয়াজ-পপি

২০১৪ অক্টোবর ০১ ১০:৪৮:২০
নয় বছর পর ছোটপর্দায় রিয়াজ-পপি

বিনোদন ডেস্ক : দীর্ঘ নয় বছর পর ছোটপর্দায় আবারও দেখা যাবে দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক-নায়িকা রিয়াজ ও পপিকে। হিমেল আশরাফের নির্দেশনায় ফারুক হোসেনের রচনায় ‘তবুও তুমি আমার’ নাটকে তাদের জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে। রিয়াজ ও পপি ছোটপর্দায় প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন সাংবাদিক কামরুল হাসান দর্পণের প্রযোজনায় ও এসএ হক অলিকের পরিচালনায় ‘মেম সাহেব’ টেলিফিল্মে। এটি ২০০৫ সালের কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচার হয়েছিল। প্রচারের পর ‘মেম সাহেব’ ব্যাপকভাবে সাড়া ফেললেও এরপর আর ছোটপর্দায় রিয়াজ পপিকে অভিনয় করতে দেখা যায়নি।

হিমেল আশরাফের নির্দেশনায় শুটিং চলতি নাটক ‘তবুও তুমি আমার’ এ একসঙ্গে কাজ করতে গিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘একজন সচেতন এবং সিরিয়াস অভিনেত্রী পপি। সবসময়ই তার মধ্যে আরও বেশি বেশি শেখার আগ্রহ কাজ করে। নিজের অভিনয় নিয়ে ভীষণ খুঁতখুঁতে— এটা একজন অভিনয়শিল্পীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন নাটকে কাজ করতে গিয়ে পুরনো দিনের কথাই মনে পড়েছে বারবার।’ পপি বলেন, ‘সবসময়ই একজন বন্ধুবত্সল মানুষ রিয়াজ। এতটা সহযোগিতাপরায়ণ যে ভাবাই যায় না। আমাদের দু’জনের নতুন এ কাজটি আশা করি ভালো লাগবে দর্শকের।’ আসছে ঈদে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে। এদিকে রিয়াজ ও পপি সর্বশেষ ২০০৮ সালে চন্দন চৌধুরী পরিচালিত ‘কী যাদু করিলা’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। তারা দুজন প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন প্রয়াত পরিচালক মহম্মদ হাননান পরিচালিত ‘বিদ্রোহ চারিদিকে’ ছবিতে। এই ছবির ‘জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে’ গানটি মাইলফলক হয়ে আছে। তাদের অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবি হচ্ছে বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’, কমল সরকারের ‘ক্ষ্যাপা বাসু’ ইত্যাদি। ঈদে পপি অভিনীত ৬ পর্বের ধারাবাহিক নাটক বি ইউ শুভ পরিচালিত ‘নীল কষ্ট’ একুশে টিভিতে টানা ছয়দিন প্রচার হবে। অন্যদিকে এবারের ঈদে রিয়াজ হাফ ডজনেরও বেশি নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন। সালাহউদ্দিন লাভলু, সকাল আহমেদ, শহীদ উন নবীসহ আরও বেশ কজন নির্দেশকের নাটকে কাজ করেছেন।
(ওএস/এইচআর/অক্টোবর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test