E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মোশাররফ করিম এবার হাবিলদার হাতিম

২০১৪ অক্টোবর ০১ ১০:৫৬:৪৭
মোশাররফ করিম এবার হাবিলদার হাতিম

বিনোদন ডেস্ক : মাথায় পুলিশের টুপি। গায়ে গাঢ় নীল পোশাক। কাঁধে রাইফেল। ডান বুকের ওপর ‘হাতেম’ লেখা। মোশাররফ করিম এমন একজন হাবিলদারের চরিত্রে অভিনয় করলেন এবার। নাটকের নাম ‘হাবিলদার হাতেম’। এতে তার সহশিল্পী অপর্ণা, বড়দা মিঠু প্রমুখ। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সকাল আহমেদ।

নাটকটির গল্পে দেখা যাবে, হাতেম আলী পেশায় বাংলাদেশ পুলিশের একজন সত্ হাবিলদার। পরিবার বলতে শুধুই স্ত্রী। সুখের সংসার। অভাব-অনটন নেই বললেই চলে। ইদানীং হাতেম আলী নিয়মিত স্বপ্ন দেখছে, তার একটা তিনতলা বাড়ি হয়েছে। কিন্তু স্বপ্ন ভেঙে গেলে স্ত্রী মনে করিয়ে দেয়, হাবিলদারের পক্ষে এ জীবনে তিনতলা বাড়ির মালিক হওয়া সম্ভব নয়। উপায় অবশ্য একটা আছে। হাতেম যদি ঘুষ খাওয়া শুরু করে। হাতেমের অনেক সহকর্মীই ঘুষের টাকায় বাড়ি-গাড়ি করে ফেলেছে। সেইসব সহকর্মীর স্ত্রীদের গলায়, কানে, হাতে সোনার অলংকার। স্ত্রীর কথা হলো, ঘুষ খাওয়া এখন একটা স্বাভাবিক ব্যাপার। মানুষ প্রকাশ্যে ঘুষ দিচ্ছে এবং খাচ্ছে। এর ভেতর অসততা বলে কিছু নেই। তাছাড়া স্ত্রী সন্তানসম্ভবা। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হাতেম আলী ঠিক করে সে ঘুষ খাবে। এর পরই ঘটতে থাকে নানা ঘটনা। বৈশাখী টেলিভিশনে ঈদের তৃতীয় দিন বিকেল ৩টা ৫০ মিনিটে প্রচার হবে ‘হাবিলদার হাতেম’। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।
(ওএস/এইচআর/অক্টোবর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test