E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈদে হানিফ সংকেতের ‘সার কথার ধার বেশি’

২০১৪ অক্টোবর ০৩ ১২:৫১:৪৯
ঈদে হানিফ সংকেতের ‘সার কথার ধার বেশি’

বিনোদন ডেস্ক : ভিন্ন ধারার নাটক ও অনুষ্ঠান নির্মানে নাম্বার ওয়ান খ্যাতি রয়েছে কথাশিল্পী ও নির্মাতা হানিফ সংকেত। প্রতি ঈদেই এই নন্দিত নির্মাতার একটি ভিন্ন ধারার নাটক প্রচারিত হয়। প্রতিবারের ন্যায় এবারও তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘সার কথার ধার বেশি’।

নাটকটির দৃশ্য ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেঙে।

হানিফ সংকেতের নাটকের নামে যেমন থাকে ভিন্নতা তেমনি এর গল্প, নির্মাণশৈলীতেও থাকে বৈচিত্র্য। আর বরাবরের মতোই থাকে একটি সামাজিক বক্তব্য। এবারও তার ব্যতিক্রম নয়।

নাটকের গল্পে দেখা যাবে, একজন সৎ এবং আদর্শ চরিত্রের মানুষ জামান সাহেব কিন্তু মেজাজ অত্যন্ত খিটখিটে। তার চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি তটস্থ থাকে। ভদ্রলোক ভাল কথা বললেও তার অতি কথার কারণে অনেকেই তা গ্রহণ করে না। আর এভাবেই নাটকের কাহিনী এগুতে থাকে এবং চমৎকার একটি বক্তব্য দিয়ে শেষ হয় গল্প।

নাটকটিতে জামান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মায়ের চরিত্রে শর্মিলী আহমেদ ও পরিবারের একমাত্র মেয়ের ভূমিকায় কুসুম শিকদার ও মেয়ে জামাইর চরিত্রে মীর সাব্বির। এছাড়াও অভিনয় করেছেন-আব্দুল কাদের, আফজাল শরীফ, শামীমা নাজনীন, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা’সহ আরো অনেকে।

নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ, কণ্ঠ দিয়েছেন কমল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮:৫০ মিনিটে প্রচারিত হবে।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test